Mamata Banerjee: ‘পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক, আরও বেশি করে যোগদান করুন', আহ্বান মমতার
Mamata Banerjee on West Bengal Police: রাজ্য পুলিশে মহিলাদের আরও যোগদান করানোর সাফ কথা জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক।'
![Mamata Banerjee: ‘পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক, আরও বেশি করে যোগদান করুন', আহ্বান মমতার mamata banerjee on west bengal police meeting says on woman recruitment on force Mamata Banerjee: ‘পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক, আরও বেশি করে যোগদান করুন', আহ্বান মমতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/26/a26a9bbdbcc9c339b3ee4cfaeac2f8ba_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নবান্ন (Nabanna) থেকে বৃহস্পতিবার পুলিশ কর্মীদের নিয়ে এদিন নবান্ন সভাঘরে কলকাতা পুলিশের অলংকরণ সমারোহে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই রাজ্য পুলিশে মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মহিলারাও পুলিশে বেশি করে যোগদান করুন। উইনার্স বাহিনীর জন্য মহিলাদের নিয়োগ করা হচ্ছে।’
রাজ্য পুলিশে মহিলাদের আরও যোগদান করানোর সাফ কথা জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক। সামনে মহিলারা থাকবে, পিছনে পুরুষরা থাকবে। পুলিশে আরও নিয়োগ করতে হবে। পুলিশে শূন্য পদে নিয়োগ করতে হবে’।
এদিনে মমতা আর যা যা বললেন, দেখে নিন এক নজরে-
- ‘পুলিশের একটা, দুটো ভুল হলে সবাই সমালোচনা করেন’
- ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন ওসি, এসআই, কনস্টেবলরা’
- ‘নিচুতলার পুলিশকর্মীরা রাজ্যের সম্পদ’
- ‘নিচুতলার পুলিশকর্মীরা সাহায্য না করলে এই সাফল্য আসে না’
- ‘রাজ্য পুলিশে ভাতায় বৈষম্য রয়েছে’
- ‘ডব্লুবিসিএসের সমস্যা সমাধান করা হয়েছে’
- ‘পুলিশে আরও নিয়োগ করতে হবে’
- ‘পুলিশে শূন্য পদে নিয়োগ করতে হবে
আরও পড়ুন, রাজ্যপাল আর নয়, আচার্য হবেন মুখ্যমন্ত্রী, অনুমোদন মন্ত্রিসভায়
এদিকে, রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাতে নতুন মোড়। মুখ্যমন্ত্রীই হবেন সব বিশ্ববিদ্যালয়ের আচার্য, অনুমোদন মন্ত্রিসভার। রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে চায় সরকার। রাজ্যপাল অনুমতি না দিলে অর্ডিন্যান্স জারি করবে সরকার, খবর সূত্রের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)