Mamata Banerjee on Doctors : ডিপ্লোমা-ডাক্তারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, একযোগে আক্রমণ বিরোধীদের, শুরু রাজনৈতিক তরজা
Doctors Course : আরোগ্যনিকেতনে যাঁদের হাতে মানুষের জীবন-মরণ জড়িয়ে থাকে, তাঁরা ৩ বছর পড়াশোনা করে কতটা তৈরি হবেন ? প্রশ্ন উঠছে।
কলকাতা : ডাক্তারিতেও (Doctors) এবার ডিপ্লোমা কোর্স আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘাটতি মেটাতে ৫ বছরের ডিগ্রি কোর্সের বদলে ৩ বছরের ডিপ্লোমাতেই চিকিৎসক তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর। এবার কি ডাক্তারিতেও সিভিক ব্যবস্থা ? প্রশ্ন বিরোধীদের। সমালোচনায় সরব চিকিৎসক মহলের একাংশ। মুখ্যমন্ত্রীর প্রস্তাবের পরই একযোগে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। সবমিলিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মন্ত্রী-আমলাদের সঙ্গে উৎকর্ষ বাংলা নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। ছিলেন বিভিন্ন বণিক মহলের সদস্যরা। সেখানেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে, ডিপ্লোমা ডাক্তার তৈরির পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে কমিটি তৈরির নির্দেশও দেন তিনি। প্রসঙ্গত, এখন চিকিৎসক হতে পড়তে হয় ৫ বছরের MBBS ডিগ্রি কোর্স। সেখানে ৩ বছরের ডিপ্লোমা কোর্স কতটা যুক্তিযুক্ত ? আরোগ্যনিকেতনে যাঁদের হাতে মানুষের জীবন-মরণ জড়িয়ে থাকে, তাঁরা ৩ বছর পড়াশোনা করে কতটা তৈরি হবেন? প্রশ্ন উঠছে।
আক্রমণে বিজেপি
রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'ভাবনাস্তরেই বিষয়টা থেকে যাবে, বাস্তবায়িত করার সময় আর এই সরকার পাবে না। বঙ্গে সিক্ষার চরম অবক্ষয় ঘটেছে, মানুষ আস্থা হারিয়ে ফেলছেন রাজ্যের চিকিৎসা ব্যবস্থায়। সবাই দক্ষিণ ভারত অভিমুখে ছুটছেন। এই ধরণের তাৎক্ষণিক ব্যবস্থার কথা ভেবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে চরম রসাতলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।' বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের খোঁচা, 'উনি চাইলেই তো এভাবে ডাক্তার বানিয়ে দিতে পারেন না, বিদেশে পড়ে এলেও এখানে পরীক্ষা দিতে হয়। উনি তো বলেছিলেন সাতদিনে নার্স বানিয়ে দেবেন, তেমনটা হলে সে আর জ্যান্ত রাখবে কাউকে ?'
বাম-কংগ্রেসের খোঁচা
সিউড়িতে সভার পরে একযোগে মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে আক্রমণ শানিয়েছেন বাম-কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করব না। মুখ্যমন্ত্রী যেভাবে ডাক্তার নিয়োগের কথা বলছেন, তাতে ওঁর ডক্টরেট পাওয়ার মতো বিষয় হবে।' সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, 'ক'দিন আগে সিভিক শিক্ষক দিয়ে পড়াশোনা চালানোর সিদ্ধান্ত হয়েছিল, এবার সিভিক ডাক্তার। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা চাইব যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হোক। '
যদিও পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, 'তিন বছরের ডাক্তারি ডিপ্লোমা কোর্স ভারতের বিভিন্ন জায়গায় শুধু চালু রয়েছে নয়, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল সেটাকে মান্যতাও দিয়েছে।'