Mamata Banerjee: 'রক্ত থাকতে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে দেব না,' সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Kolkata Metro: মেট্রোর বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: 'মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের জায়গা পরিবর্তন করা হবে না' মেট্রোর চিঠির উত্তরে জানিয়ে দিল রাজ্য। একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন 'দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে দেব না।'
২০১৮ সালে দক্ষিণেশ্বরে উদ্বোধন হয়েছিল স্কাইওয়াক। দর্শনার্থীদের সুবিধার্থে তো বটেই পাশাপাশি কর্মসংস্থানও গড়ে উঠেছে ওই স্কাইওয়াককে কেন্দ্র করে। মেট্রোর সম্প্রসারণের জন্য় দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জায়গা পরিবর্তন করতে বলেছিল মেট্রো রেল। গত বছরের ২০ই নভেম্বর, এই মর্মে চিঠি দেওয়া হয় PWD ডিপার্টমেন্টে। সেখানে, দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ও আলিপুর বডিগার্ড লাইনসের জায়গা পরিবর্তনের জন্য় রাজ্য়কে প্রস্তাব দেয় মেট্রো রেল। মঙ্গলবার নবান্ন থেকে মুখ্য়মন্ত্রী স্পষ্টত জানিয়ে দিলেন, মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ও আলিপুর বডিগার্ড লাইনসের জায়গা পরিবর্তন করা হবে না। পরিবর্তে, রেলকে তার নিজের জমিতে সম্প্রসারণের প্রস্তাব দিলেন মুখ্য়মন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না। আলিপুর বডিগার্ড লাইন্স হেরিটেজ এলাকা, ভাঙতে দেব না। মেট্রোর কাজের জন্য আলিপুর বডিগার্ড লাইন্স ভাঙতে বলা হচ্ছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াকে হাত দিলে বিবেকানন্দ, রাসমণিকে মনে করতে হবে।'
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মেট্রোর প্রতিটা প্রকল্প আমার করা। আমি না থাকলে দিল্লি মেট্রো হত না। রেলে অ্যান্টি কলিশন ডিভাইস আমার করা। জোকা-তারাতলা মেট্রো আমার করা। ম্যাপ নিয়ে বসলে হবে না, এলাকা পরিদর্শনের পর সিদ্ধান্ত নিতে হবে। রুট বদলাতে হলে অনেক জায়গা আছে, আমাকে বলুন, আমি দেব। কয়েকদিন পরে কালীঘাট ভাঙো, শুনব না। সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু হেরিটেজ ধ্বংস করতে দেব না।'
এবিষয়ে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “মুখ্য়মন্ত্রীর বক্তব্য় নিয়ে আমাদের কিছু বলার নেই। এটা ঠিক, রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে একটা প্রস্তাব যায়, দক্ষিণেশ্বরে ট্রেনটা ঘোরাতে সময় লাগছে। তাই প্রস্তাব গেছিল। তাতে যে স্কাই ওয়াকের ক্ষতি হত তা নয়, একটু মডিফিকেশন প্রয়োজন ছিল শুধু। রাজ্য় কিছু রিপ্লাই করেনি। আমরা আশাবাদী। আলোচনার মাধ্য়মে বিষয়টা মিটে যাবে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে অবস্থান বদল শেখ শাহজাহানের, এবার আদালতে কী বললেন তাঁর আইনজীবী?