Mamata On Modi : 'এমন কিউট, এমন সুইট প্রধানমন্ত্রী...' মোদির জন্য বিশেষ বিশেষ বিশেষণ মমতার
THE TELEGRAPH NATIONAL DEBATE: 'এতো কিউট, এত মিষ্টি' আর 'এতো ভালো' প্রধানমন্ত্রী দেখিনি!' বিতর্কসভায় মোদিকে নিয়ে বললেন মমতা
![Mamata On Modi : 'এমন কিউট, এমন সুইট প্রধানমন্ত্রী...' মোদির জন্য বিশেষ বিশেষ বিশেষণ মমতার Mamata Banerjee Says PM Modi Sweet Prime Minister Cute Prime Minister in THE TELEGRAPH NATIONAL DEBATE Mamata On Modi : 'এমন কিউট, এমন সুইট প্রধানমন্ত্রী...' মোদির জন্য বিশেষ বিশেষ বিশেষণ মমতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/18/47a1ca2af55e89110ef62c894be5b665170823261794053_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এক দেশ, এক ভোট থেকে মণিপুর প্রসঙ্গ। জিএসটি থেকে রাষ্ট্রপতি শাসন। আর অবশ্যই কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা। শনিবাসরীয় সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জুড়ে রইল কেন্দ্রের বিরুদ্ধে শাণিত আক্রমণ। আর প্রধানমন্ত্রীকে ( PM Modi ) বিশেষ বিশেষ বিশেষণে কটাক্ষ। এমন শব্দপ্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী, তাতে হাসির রেশ শ্রোতাদের মধ্যে। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই বলেন, 'আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। আমার ইংরেজি ভালো নয়। আমি এলিট ক্লাসের নয়।'
উপলক্ষ্য দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটের মঞ্চ (THE TELEGRAPH NATIONAL DEBATE) । সেখানেও রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার প্রস্তাব ছিল - ভারতে নতুন সংবিধানের কোনও প্রয়োজন নেই। তা নিয়েই যুক্তি, পাল্টা যুক্তির লড়াই। শনিবারের সন্ধেয় দ্য টেলিগ্রাফের উদ্যোগে কলকাতায় হয়ে গেল জমজমাট বিতর্ক সভা। আর তাতেই মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) মন্তব্য, কোনও বিষয়ে বিরুদ্ধমত রাখলেই, বাড়িতে চলে আসবে ইডি! দিল্লি থেকে বাংলা, বিহার থেকে মহারাষ্ট্র কিংবা তামিলনাড়ু , একের পর এক রাজ্যে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। সেই প্রসঙ্গে বলতে গিয়েই ঘুরিয়ে মোদি সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' লাঠি চালাচ্ছে, লাঠি। ডান্ডা চালাচ্ছে, ডান্ডা। আমি একটা সরকারে আছি, বলে আমি বুঝি। ন্যায় সংহিতা না কী সব করেছে! ন্যায় সংহিতা না অন্যায় সংহিতা, আমাকে তো পড়তে হবে! আমাকে তো দেখতে হবে, কী কী আছে সেটায়! না দেখেই, পরের দিনই ফোন! অর্থাৎ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে'
এরপর নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, 'এত ভাল প্রধানমন্ত্রী আমি কখনও দেখিনি। জীবনে দেখিনি। আমি ৭ বার এমপি ছিলাম, ৪ বার কেন্দ্রীয় সরকারে কাজ করেছি, ৩ বার এই বিধানসভাতেও আছি। তাই রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রী দেখেছি, তাঁর সঙ্গে কাজ করেছি। আমি হ্যাঁ, মনমোহন সিংকে দেখেছি, আমি তাঁর সঙ্গে কাজ করেছি। আমি নরসিংহ রাওকে দেখেছি, তাঁর সঙ্গে কাজ করেছি। আমি গুজরালজি এবং অন্যদের সঙ্গে কাজ করেছি, এমনকি দেবগৌড়াজির সঙ্গেও কাজ করেছি । কিন্তু 'এতো কিউট, এত মিষ্টি' আর 'এতো ভালো' প্রধানমন্ত্রী দেখিনি!'
সামনে লোকসভা নির্বাচন। এই আবহেই জাতীয় রাজনীতি কীভাবে, কোন দিশায় পরিচালিত হয়, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন :
কেন ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দিলেন সন্দেশখালির নির্যাতিতা? তবে কি পুলিশে অনাস্থা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)