Suvendu Mamata At Assembly : শুভেন্দু চা খেতে ডাকলে তাঁর বাড়ি যাবেন মমতা, বিধানসভায় দাঁড়িয়ে কী বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari At Assembly : বিরোধী দলনেতার প্রশ্ন ছিল , গ্রেটার কোচবিহারের দাবি তোলেন যে নেতা, ,সেই অনন্ত মহারাজের বাড়িতে কেন বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ?
সপ্তাহের প্রথম দিন বিধানসভায় দেখা গেল এক বিরল ছবি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন স্পিকারের বাতিল করে দেওয়া বিরোধী দলনেতার সংশোধনী বিধানসভায় গৃহীত হল মুখ্যমন্ত্রীর অনুরোধে। অখণ্ড পশ্চিমবঙ্গ প্রসঙ্গে এবার কি মিলে যাবে বাংলার শাসক দল ও বিরোধী পক্ষ । রাজ্য এবং কেন্দ্র একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলবে, বললেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য, গোটা বিধানসভা রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার বিধানসভায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যকে আমরা ভাগ করতে দেব না, তখন শুভেন্দু প্রশ্ন তোলেন, কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে। বিরোধী দলনেতার প্রশ্ন, গ্রেটার কোচবিহারের দাবি তোলেন যে নেতা, ,সেই অনন্ত মহারাজের বাড়িতে কেন বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ? বিধানসভায় বিরোধী দলনেতার প্রশ্নে মুখ্যমন্ত্রীর উত্তর, বাড়িতে গিয়েছি, চা খেয়েছি, আপনি ডাকলেও যাব !
অনন্ত মহারাজের গ্রেটার কোচবিহারের দাবি নতুন নয়, বহু পুরনো। সম্প্রতি আবারও তিনি এ কথা বলেন। বিজেপি গ্রেটার কোচবিহারের দাবি নিয়ে কখনও উচ্চবাচ্য় না করলেও অনন্ত মহারাজ কিন্তু লোকসভা ভোটের আগেও এ নিয়ে নিজের পুরনো অবস্থান থেকে সরেননি। লোকসভা ভোটে কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সম্প্রতি প্রথমে তিনি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর নরেন্দ্র মোদির সঙ্গে।
অতি সম্প্রতি সংসদে দাঁড়িয়ে বাংলা ভেঙে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হন অনন্ত। সেই অনন্তের বাড়িতে কেন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন প্রশ্ন রাখেন শুভেন্দু। তাতেই মুখ্য়মন্ত্রী বলেন, তিনি যদি চা খেতে ডাকেন, তিনিও যাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গের আটটি জেলাকে উত্তর-পূর্ব পর্ষদে যুক্ত করতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেছেন উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। তারপরই বাংলা ভাগের বিষয়ে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই ঝুঁকি! সোমবার সাবধানে থাকুন এই রাশির জাতকরা