Mamata Banerjee : 'বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করব' কী স্ট্র্যাটেজি নদিয়ায় বললেন মমতা
Mamata Banerjee : ' বাংলায় মা-মাটি-মানুষ একাই একশো। আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই'
নদিয়া : সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Poll )। তার আগে ভিত নড়ে গিয়েছে INDIA জোটের। হাত ছেড়েছেন নীতীশ কুমার। গ্রেফতার হেমন্ত সোরেন। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে বাংলায় জোটের পথে হাঁটছেন না তাঁরা। যা হবে, ভোটের পরে দেখা যাবে। নদিয়ার সভা থেকে তিনি ফের বলেন, 'আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি' । চৈতন্যভূমি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন, মনে রাখবেন দিল্লি জয় আমরাই করব।
তিনি আরও বলেন, ' বাংলায় মা-মাটি-মানুষ একাই একশো। আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কী করে করব। নির্বাচনের পর রিজিওনাল পার্টিগুলোকে এক সাথে নিয়ে আমরা সবাই মিলে করব।'
আগেও তিনি বলেছিলেন, বাংলাই পথ দেখাবে। আবারও তিনি বললেন, বাংলাই পথ দেখাবে। নদিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'বাংলায় আমরা একাই লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য় করার জন্য়। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি মা-মাটি-মানুষ করি।'
একদিকে যখন দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার বিদ্ধ করে চলেছে বিজেপি, তখন মমতার পাল্টা আক্রমণ, ' চোরেদের জমিদার, জোদ্দার, চোরের মায়ের বড় গলা, শূন্য় কলসি বড্ড বাজে বেশি। ' সংসদ থেকে মহুয়া মৈত্রকে বহিস্কার করা নিয়েও গর্জে ওঠেন তিনি । ' মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে। কেন মহুয়া মানুষের কথা বলত। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পার। কিন্তু, মানুষের ভোটে মহুয়া জিতবে আমি বিশ্বাস করি। মানুষ এর উত্তর দেবে। রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন। আমার কিছু বলার নেই। মা-বোনেরা ভাল করে জানেন তিনি কী আর কী করে বেড়াচ্ছেন। কোনও কাজ নেই, কর্ম নেই। এবার কিন্ত আপনারা রানঘাটে আপনারা আমাদের সমর্থন দেবেন।'
লোকসভা নির্বাচনের আগে পাঁচ দিনে সাতটি জেলায় ঝটিকা-সফর করছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ থেকে গতকাল নদিয়ার কৃষ্ণনগরে এসে রাত্রিবাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি জনসভা করেন।
আরও পড়ুন :