Mamata Banerjee: রাজ্যের হাতে ফেরানো হোক মেডিক্যাল এন্ট্রাস! মোদিকে চিঠি দিয়ে দাবি মমতার
Mamata Banerjee on NEET: সম্প্রতি নিট দুর্নীতি নিয়ে সারা দেশ তোলপাড়। এই আবহেই আগের মতোই রাজ্যের হাতে মেডিক্যালের প্রবেশিকা দেওয়ার সওয়াল মুখ্যমন্ত্রীর
আশাবুল হোসেন, কলকাতা: নিটের প্রশ্ন ফাঁস, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। মেডিক্যাল এন্ট্রান্স ফের রাজ্যের হাতে ফেরানোর দাবি করেছেন তিনি। নিট (NEET UG) বাতিল করে আগের মতো ফের জয়েন্ট এন্ট্রান্সের সওয়াল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
সম্প্রতি নিট দুর্নীতি নিয়ে সারা দেশ তোলপাড়। কদিন আগেই স্থগিত হয়েছে নিট-পিজি (NEET PG) প্রবেশিকাও। এই আবহেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'প্রবেশিকা নিয়ে একের পর এক অভিযোগে বিভ্রান্ত লক্ষ লক্ষ পরীক্ষার্থী।' প্রবেশিকার বর্তমান ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের মতোই রাজ্যের হাতে মেডিক্যালের প্রবেশিকা দেওয়ার সওয়াল করেছেন তিনি।
ডাক্তারির স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা রাজ্যের হাতে ফেরানোর দাবিতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে বলা হয়েছে, একজন চিকিৎসকের লেখাপড়া এবং ইন্টার্নশিপের জন্য রাজ্য সরকার গড়ে ৫০ লক্ষ টাকা খরচ করে। তাই জয়েন্ট্র এন্ট্রান্সের মাধ্যমে মেডিক্যালের পড়ুয়াদের বেছে নেওয়ার অধিকার রাজ্যের হাতেই থাকা উচিত।
মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, ২০১৭ সালের আগে পর্যন্ত রাজ্য সরকার মেডিক্যালের নিজস্ব পরীক্ষা নিত। আবার কেন্দ্রও নিত নিজের মতো করে। এই পরীক্ষা পদ্ধতি অত্যন্ত মসৃণভাবে চলছিল। কিন্তু আচমকাই পুরো বিষয়টি কুক্ষিগত করতে পরীক্ষা পদ্ধতি বদলে দেওয়া হয় এবং চালু করা হয় নিট।
নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, একজন চিকিৎসকের লেখাপড়া এবং ইন্টার্নশিপের জন্য রাজ্য সরকার গড়ে ৫০ লক্ষ টাকা খরচ করে। তাই জয়েন্ট্র এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে মেডিক্যালের পড়ুয়াদের বেছে নেওয়ার অধিকার রাজ্যের হাতেই থাকা উচিত।
প্রশ্নফাঁস মামলায় বিজেপির শরিক JDU-কে নিশানা করেছে কংগ্রেসের শরিক লালুপ্রসাদ যাদবের RJD। NEET-এর প্রশ্নফাঁসের ঘটনার কিংপিন সঞ্জীব মুখিয়ার স্ত্রীর সঙ্গে নীতীশ কুমারের JDU-এর সম্পর্কের অভিযোগ তুলেছে তারা। যে নীতীশ কুমারের দলের ওপর এখন সরকার চালানোর জন্য় নরেন্দ্র মোদিকে নির্ভর করে থাকতে হচ্ছে। তাঁদের দাবি, JDU-র নেত্রী ছিলেন সঞ্জীবের স্ত্রী। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং JDU-এর নেতাদের সঙ্গে তাঁর এই ছবিগুলোকে হাতিয়ার করে সুর চড়িয়েছে আরজেডি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: পুরসভার 'পারফরম্যান্স রিভিউ'! আজ মমতার মার্কশিটে কার কত নম্বর?
Education Loan Information:
Calculate Education Loan EMI