Mamata Banerjee: 'আপনারা চাকরি করেন রাজ্য সরকারের, কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না' : মমতা
Administrative Meeting: এদিন বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে একাধিক বার্তা দেন প্রশাসনিক কর্তাদের

কলকাতা : "ভোটার লিস্ট থাকে যাতে কারো নাম বাদ না যায়।" BLO-দের উদ্দেশে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এদিন বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, "এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।"
মমতার কথায়, "এই যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১ হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করানোর জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা DM-দের উচিত ছিল, অন্ততপক্ষে আমাকে জানানো। আমাকে না করুক, CS-কে জানানো। আপনারা BLO যেসব লিস্ট করেছেন...BLO-দের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থাকে যাতে কারো নাম বাদ না যায় তা দেখার। মনে রাখবেন, যখন থেকে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয় তখন থেকে এটা নির্বাচন কমিশন অধীনে যায়। তার আগে রাজ্য সরকার। আবার ভোটের পরেও রাজ্য সরকার। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।"
তাঁর সংযোজন, "একটা লোক কোথাও হয়তো ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন ? আপনাকে দেখতে হবে তাঁর অরিজিনাল অস্তিত্ব আছে কি না। আপনারা দেখছেন, চারিদিকে যাঁরা বাংলা ভাষায় কথা বলছেন, অত্যাচার হচ্ছে। অসম...সব ডিটেনশন ক্যাম্প। অসম সরকার ডেকে পাঠাচ্ছে- বাংলার কোচবিহার, আলিপুরদুয়ারের রাজবংশীদের। যে তোমাকে ফরেন ট্রাইবুনালে ইললিগ্যাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোথা থেকে ? এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। প্রকৃত ভোটারদের যাতে হেনস্থা না হয়। এটা দেখতে হবে। আর যে কোনও নির্দেশ এলে দয়া করে, CS-কে জানাবেন। প্রয়োজনে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটপাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। তার মানেটা কী, পা একদিকে-মাথা একদিকে। কখনো তো এই জিনিস হয়নি। ভয় দেখালেই, ভয় দেখতে হবে ? তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন। সাহস সঞ্চয় করার দরকার নেই। মানুষের স্বার্থে মানুষের পাশে সর্বদা থাকবেন। এটা আমার মোদ্দা কথা বলার।"
ভিনরাজ্যে বাংলাভাষীদের প্রতি যে অত্যাচার চলছে তার প্রতিবাদে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল ছিল নানুর দিবস। গতকালই বীরভূমে গিয়েছিলেন তৃণমূলনেত্রী। আজ বোলপুর থেকে একটি প্রশাসনিক বৈঠক করেন তিনি। এরপর যোগ দেন পদযাত্রায়। বাঙালি অস্মিতাকে রক্ষার জন্য তৃণমূলের প্রচার এখন তুঙ্গে। একুশ জুলাইয়ের সভা থেকেই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন যে রাজ্যপজুড়ে ভাষা আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়ে গিয়েছে। তারই একটি আজকে বোলপুরের পদযাত্রা।


















