Mamata Banerjee: 'মগের বদলে সসপ্যান', আমেরিকায় স্নানের গল্প মমতার মুখে
Bankura News: হোম-স্টে সংক্রান্ত সমস্যার কথা শুনতে গিয়ে আমেরিকায় স্নানের গল্প বললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোম-স্টে তে কীভাবে শৌচাগার তৈরি করতে হবে তা নিয়েও দিলেন পরামর্শ।
বাঁকুড়া: বাঁকুড়ায় পর্যটন শিল্পে জোর। হোম ট্যুরিজমে হোম-স্টে সংক্রান্ত সমস্যার কথা শুনতে গিয়ে আমেরিকায় স্নানের গল্প বললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোম-স্টে তে কীভাবে শৌচাগার তৈরি করতে হবে তা নিয়েও দিলেন পরামর্শ।
কী বললেন মুখ্যমন্ত্রী:
অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁকে UN general Assembly- তে পাঠিয়েছিলেন। সেবার আমেরিকার (America) একটি হোটেলে উঠেছিলেন তিনি। সেখানেই স্নানের গল্প বললেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'আমেরিকার হোটেলে না আছে বালতি, না আছে মগ, কিছুই পাচ্ছি না। আমি তো সিস্টেমটা বুঝতেই পারছি না। তারপর হোটেলের রান্নাঘরে গিয়ে দেখলাম একটা সসপ্যান আছে। ওটা নিয়ে এসে মগের মতো ব্যবহার করে স্নান করলাম। মগের বদলে সসপ্যান। আমি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে আমার সিস্টেম ব্যবহার করতে পারি। তাহলে তোমরা কেন তোমাদের দেশে তোমাদের সিস্টেম ব্যবহার করতে পারবে না?'
বাঁকুড়ায় (Bankura) অর্থনৈতিক উন্নয়নের জন্য পর্যটন শিল্পের উপর বারবার জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্য জোর দেওয়া হয়েছে হোম-স্টে'র উপর। বিভিন্ন আদিবাসী এলাকায় হোম-স্টে তৈরি করতে উৎসাহ দিচ্ছে সরকার। বিশেষ প্রকল্পও আনা হচ্ছে। সেখানেই পশ্চিমী স্টাইলে শৌচাগার তৈরি নিয়ে কিছু সমস্যার কথা উঠে আসে। তখনই এই উদাহরণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে যেখানে সমস্যা হচ্ছে, সেখানে ভারতীয় প্রথায় (Indian Style) শৌচাগার তৈরির পরামর্শও দেন। পাশাপাশি আদিবাসীদের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। ওদের সংস্কৃতিতে আমরা ইন্টারফেয়ার করতে পারি না। লেট দেম বি প্রাউড ফর দেয়ার কালচার।'
জেলার পর্যটন নিয়ে দ্রুত কাজ গোছানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা ইচ্ছুক, তাঁদের ট্রেনিং দেওয়ার নির্দেশও দিয়েছেন।