Mamata Banerjee: দলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন, কেলগ-কাণ্ডের প্রতিবাদ নিয়ে ফের তৃণমূলে মতানৈক্য়
TMC Conflict: কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, সৌগত রায়, কুণাল ঘোষদের পর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়।

কলকাতা: লন্ডনের কেলগ-কাণ্ডের প্রতিবাদ নিয়ে ফের সামনে এল তৃণমূলের মতানৈক্য়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার দলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, কেন রাস্তায় নামল না তৃণমূল ছাত্র পরিষদ? কেন বিক্ষোভ করল না? জনপ্রতিনিধিরা কেন রাস্তায় নামছেন না, গতকালই এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। সৌগত রায় আবার মনে করেন, এই ঘটনায় হইচই করে রাস্তায় নামা উচিত নয়।
তৃণমূলের মতানৈক্য়: কেলগ-কাণ্ডের প্রতিবাদ নিয়ে ফের সামনে চলে এল তৃণমূলের অন্দরের মতানৈক্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, সৌগত রায়, কুণাল ঘোষদের পর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন দলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে। তিনি বলেন, "এই আবেগটা কেন আপনাদের হৃদয়কে স্পর্শ করল না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অপমানিত হওয়ার পরও কেন ছাত্র পরিষদের ছেলেমেয়েরা... করেনি, যে ছাত্র পরিষদ আমাদের নিউক্লিয়াস, সেই ছাত্র পরিষদ কেন লড়াই করল না? কেন রাস্তায় নামল না? কেন বিক্ষোভ হল না?''
সোমবার এ নিয়ে দলেরই একাংশকে কড়া আক্রমণ করেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে দলের জনপ্রতিনিধিদের একাংশকে নিশানা করেন তিনি। দেবাংশু বলেন, "যে সমস্ত তৃণমূল কর্মী তাঁরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান, লাঞ্ছনা দেখে তাঁরা যদি কষ্ট না পান, তাঁরা যদি ব্যথিত না হন, গায়ের রক্ত যদি গরম না হয়, তাহলে আমি মনে করি না তাঁরা তৃণমূল কংগ্রেস কর্মী প্রকৃত অর্থে।''
যদিও দলেরই প্রবীণ সাংসদ সৌগত রায় আবার নবীন দেবাংশুর সঙ্গে একমত হননি। সৌগত রায় বলেন, "আমি মনে করি না যে এই নিয়ে হৈ চৈ করে নামা উচিত। মমতা ব্যানার্জির যে স্টেচার তাতে এই করে তাঁকে ছোট করা যাবে না। আমার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি নিজেই তো চান না। মমতা ব্যানার্জি যদি ইনস্ট্রাকশন দিতেন একদিনের নোটিসে সারাজায়গায় বিক্ষোভ হয়ে যেত।'' মদন মিত্র আবার শোভনদেব চট্টোপাধ্যায় ও সৌগত রায়, উভয়ের মন্তব্যকেই ব্যক্তিগত বলে প্রসঙ্গ এড়িয়েছেন। কামারহাটির তৃণমূল বিধায়ক বলছেন, "শোভনদেব চট্টোপাধ্যায় বা সৌগত রায় এঁরা পার্টির অনেক সিনিয়র নেতা, এঁরা বলেছে তাঁদের কথা, তাঁদের ব্যক্তিগত মানসিকতা। যা মন্তব্য হবে দলের মন্তব্য, আমি দলের মন্তব্যের সঙ্গে আছি, সেখানে যে সাংসদ, যে MLA যে যাই বলে থাকুন, কোনওটাই দলের মন্তব্য নয়।''





















