Mamata Banerjee: 'গরিব লোক কোথায় যাবে ?' আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশে কী বার্তা মমতার ?
RG Kar Medical College and Hospital Incident Update : মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে বার্তা
কলকাতা : আরজি কর-কাণ্ডের প্রতিবাদে টানা প্রতিবাদ চলছে জুনিয়র ডাক্তারদের। নিজেদের দাবিতে তাঁরা অনড়। এই পরিস্থিতিতে এদিন তাঁদের উদ্দেশে বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি বলেন, "আপনাদের দুঃখ, অভিমান, ক্ষোভ থাকতে পারে। কিন্তু, এবার আস্তে আস্তে জয়েন করুন।"
তিনি বলেন, "আজও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে। আমি চাই, তাঁরা ভাল করে করুক। আমার সমর্থন তাঁদের প্রতি ছিল, আছে, থাকবে। তাঁরা অনেক পরিষেবা দেন। সাথে সাথে আমি বলব, আপনার তো মানবিক। আপনারা তো অঙ্গীকারবদ্ধ, মানুষকে সেবা দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টও অনুরোধ করেছে, সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছেন। এরা গরিব লোক। যাঁরা বড়লোক, কোটিপতি, যাঁদের টাকা আছে তাঁরা প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে পারেন। কিন্তু, যাঁরা গরিব লোক, তাঁরা পারেন না। কোথায় যাবেন ? একজন অন্তঃসত্ত্বার যদি বাচ্চা হওয়ার সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারি করেন। সে কি অপেক্ষা করতে পারেন ! তার তো একটা সময় থাকে। যদি কারো হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন। সিনিয়র ডাক্তাররা সঙ্গে থাকেন। জুনিয়র ডাক্তাররা করেন। এর থেকে আপনারাও প্রশিক্ষণ পান। আমি আপনাদের কথা দিচ্ছি, আজ মিটিং করছি আজ পর্যন্ত বলছি, আমরা কোনও ব্যবস্থা নিইনি। আপনার আন্দোলন করেছেন। আমি কোনও ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি মনে করি, আপনাদের দুঃখ, অভিমান, ক্ষোভ থাকতে পারে। আপনারা বিচার চাইছেন। কিন্তু, এবার আস্তে আস্তে জয়েন করুন। এবার আস্তে আস্তে যোগদান করুন।"
তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিল, এরপর থেকে রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হল, টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না। তার কারণ আমি চাই, ওঁরা ভাল করে পড়াশোনা করুক। আমি যদি কারো বিরুদ্ধে এফআইআর করি, তাঁর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট-ভিসা পাবে না। আমি যদি কারো বিরুদ্ধে লিগ্যালি অ্যাকশন নিই সে বিচার পাবে না। তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে। মানবিক মুখ দিতে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই। "
এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসকের মন্তব্য, "মুখ্যমন্ত্রী আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তারজন্য ধন্যবাদ। এর পাশাপাশি বলছি, আপনারা সবাই জানেনে আমাদের আন্দোলনের দাবিগুলো কী। আমরা বিচার চাই। যে বা যারা দোষী তাদের শাস্তি চাই। স্বচ্ছ তদন্ত হোক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা জানি, আমাদের যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন তাঁর নামে অনেক অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীও জানেন। আমরা যে বলেছি, ওঁকে অপসারণ করার কথা, বা সিপি, সেদিন যে ঘটনা ঘটে গেল...প্রমাণ নষ্ট হল...তার পরেও এই দুইজনকে উনি অপসারণ করছেন না ? এটা আমাদের অনুরোধ রইল। উনি যদি একটু ভেবে দেখেন। আপনারা যদি আমাদের এই কয়েকটি দাবি মেনে নেন তাহলে কিন্তু আমরা সত্যিই কাজে ফিরতে চাই।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।