Online Fraud News: প্রতারণার শিকার নিউটাউনের তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ! ওড়িশা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
Odisha: ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, ওই গিফ্ট কার্ডটি রিডিম করা হয়েছে যে নম্বর থেকে সেটি ওড়িশার বাসিন্দা বিশ্বরঞ্জন মহাপাত্রের।
![Online Fraud News: প্রতারণার শিকার নিউটাউনের তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ! ওড়িশা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত Man arrested from Odisha by Bidhannagar Cyber crime police for alleged involvement in Online fraud with Newtown IT Worker Online Fraud News: প্রতারণার শিকার নিউটাউনের তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ! ওড়িশা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/02/3461614bda11f414648473cff06ed58e1712048705217170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিত সাউ, নিউটাউন : একটি তথ্যপ্রযুক্তি সংস্থার CEO-র নামে ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ। অনলাইন গিফ্ট কার্ডের মাধ্যমে লক্ষাধিক টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। প্রতারণার শিকার খোদ আইটি কর্মী। ঘটনায় প্রতারণা চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। ভিন রাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিউটাউন এলাকার বাসিন্দা আইটি কর্মী আন্নু সিনহা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, তিনি একটি হোয়াটস্যাপ নম্বর থেকে একটি মেসেজ পেয়েছিলেন। যে নম্বরটিতে তাঁর সংস্থার CEO-র ছবি দেওয়া ছিল। সেখানে তাঁকে নির্দেশ দেওয়া হয় যেন তিনি এবং তাঁর অন্য এক সহকারী দু'জনে মিলে অ্যাপেল সংস্থার গিফ্ট কার্ড কিনে তাঁকে পাঠান। সংস্থার CEO নির্দেশ দেওয়ায় তিনি এবং তাঁর সহকারী মিলে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকার গিফ্ট কার্ড কিনে ওই নম্বরে পাঠান। পরবর্তীতে তাঁরা জানতে পারেন যে, এই ধরনের কোনো নির্দেশ তাঁদের সংস্থার CEO দেননি। এরপরই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি।
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, ওই গিফ্ট কার্ডটি রিডিম করা হয়েছে যে নম্বর থেকে সেটি ওড়িশার বাসিন্দা বিশ্বরঞ্জন মহাপাত্রের। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে পুলিশ। তবে তিনি জিজ্ঞাসাবাদের জন্য আসেননি বলে পুলিশ সূত্রে খবর। এরপরেই ওড়িশায় হানা দিয়ে অভিযুক্ত বিশ্বরঞ্জন মহাপাত্রকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তির নামে মহারাষ্ট্র, কেরালা, ওড়িশা পুলিশের কাছে একই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে। বিভিন্ন রাজ্যে একই ধরনের প্রতারণা চক্র চালাত সে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।
দিনকয়েক আগে ভারতীয় রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা (Cheat) করার অভিযোগ উঠেছিল। চালানো হচ্ছিল চাকরি দেওয়ার একটি প্রতারণা চক্র (fake job racket)। খবর পাওয়ার পরেই আরপিএফ (RPF) ও জিআরপি (GRP) যৌথ অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে যুক্ত একজন রেলকর্মী (railway worker)-সহ তিনজনকে গ্রেফতার করা হল। ঘটনাটি ঘটেছে খড়গপুরে (Kharagpur)।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)