Manipur Attack: মণিপুরে জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ান, আজ দেহ পৌঁছবে মুর্শিদাবাদের বাড়িতে, শোকের ছায়া এলাকায়
নিহত জওয়ান এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন। ছুটি এলে সবার সঙ্গেই মেলামেশা করতেন। এ জন্য শোকস্তব্ধ এলাকার মানুষ খবর পাওয়ার পরই তাঁর বাড়িতে এসে পৌঁছেছেন।
মুর্শিদাবাদ: মণিপুরে (Manipur Terror Attack) গতকাল জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন এক বাঙালি জওয়ানও। অসম রাইফেলসের ওই জওয়ানের নাম শ্যামল দাস। বাড়ি মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম থানা এলাকার কীর্তিপুর গ্রামে। গতকাল মণিপুরে জঙ্গি হানায় তাঁর মৃত্যুর খবর পৌঁছয় গ্রামের বাড়িতে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, এদিন কলকাতায় পৌঁছবে নিহত জওয়ানের দেহ। এরপর সড়ক পথে তাঁর দেহ নিয়ে আসা হবে পৈতৃক গ্রামে। সেখানেই পূর্ণ মর্যাদায় আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
নিহত জওয়ান এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন। ছুটি এলে সবার সঙ্গেই মেলামেশা করতেন। এ জন্য শোকস্তব্ধ এলাকার মানুষ খবর পাওয়ার পরই তাঁর বাড়িতে এসে পৌঁছেছেন। প্রাণচঞ্চল এই মানুষটি আর নেই, তা যেন তাঁরা বিশ্বাসই করতে পারছেন না। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে স্থানীয়রা এসে পৌঁছেছেন। নিহত জওয়ানের স্ত্রী বলেছেন, কাল সকালে শেষবারের মতো ফোনে কথা হয়েছিল। বলেছিলেন, ফিরে এসে আবার কথা বলবেন।
কিন্তু তা আর বলা হল কই! চিরকালের মতো নীরব হয়ে গেলেন নির্ভীক জওয়ান শ্যামল দাস।
উল্লেখ্য, সাম্প্রতিককালের মধ্যে ভয়াবহতম জঙ্গি হামলার সাক্ষী হল মণিপুর। জঙ্গিদের গুলিবৃষ্টিতে প্রাণ হারালেন ৬ জন। গুলিতে মৃত্যু হল অসম রাইফেলসের একজন কমান্ডিং অফিসার, তাঁর স্ত্রী এবং ছেলের।
শনিবার সকালে চূড়াচাঁদপুর জেলার ফরওয়ার্ড ক্যাম্পে গেছিলেন ৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার, কর্নেল বিপ্লব ত্রিপাঠী। তাঁদের ফেরার রাস্তায়, জঙ্গলে ওঁত পেতে ছিল জঙ্গিরা। সিংঘাটের কাছে, জঙ্গলে ঘেরা এলাকায় কনভয় পৌঁছতেই কমান্ডিং অফিসারের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। কনভয়ের অন্যান্য গাড়ি থেকে পাল্টা গুলি চালান জওয়ানরাও। কিন্তু, জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ৪৬ অসম রাইফেলসের কমান্ডিং অফিসার, কর্নেল বিপ্লব ত্রিপাঠী। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় তাঁর স্ত্রী এবং ছেলেরও।
নিহতদের মধ্যে রয়েছেন ওই অফিসারের গাড়ির চালক এবং অসম রাইফেলসের দুই কর্মীও।জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই হামলার পিছনে রয়েছে মণিপুরের জঙ্গিগোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি বা PLA। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইট করে বলেছেন, অসম রাইফেলসের কনভয়ে হামলার তীব্র নিন্দা করছি। জওয়ানদের এই বলিদান কেউ ভুলবে না। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
অন্যদিকে, হামলার নিন্দা করে, জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখার প্রসঙ্গে মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। তিনি ট্যুইটারে লিখেছেন, মণিপুরে সেনার কনভয়ে জঙ্গি হামলায় ফের প্রমাণিত হল, রাষ্ট্রের সুরক্ষায় মোদি সরকার ব্যর্থ। নিহতদের প্রতি শ্রদ্ধা। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। দেশ আপনাদের বলিদান মনে রাখবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে নিহতদের পরিবারের সমবেদনা জানিয়েছেন।
নিহত কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠী ছত্তীসগঢ়ের বাসিন্দা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী।