Mamata Banerjee:'অনেকে বলেন উত্তরবঙ্গ কিছু পায় না, এগুলো কুৎসা আর অপপ্রচার', আলিপুরদুয়ারে কড়া মমতা
Alipurduar Meeting:'অনেকে বলেন উত্তরবঙ্গ কিছু পায় না। এগুলো শুধুই কুৎসা আর অপপ্রচার', আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে চাঁচাছোলা দাবি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আলিপুরদুয়ার: 'অনেকে বলেন উত্তরবঙ্গ (North Bengal Remains Deprived) কিছু পায় না। এগুলো শুধুই কুৎসা আর অপপ্রচার (false propaganda)', আলিপুরদুয়ারের (alipurduar meeting) সভামঞ্চ থেকে চাঁচাছোলা দাবি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। সঙ্গে রীতিমতো পরিসংখ্যান দিয়ে জানালেন, রাজ্য সরকার উত্তরের তিন জেলার জন্য কী কী করেছে।
মুখ্যমন্ত্রীর দাবি...
মমতার কথায়,'আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আপনাদের দিচ্ছি। ...আলিপুরদুয়ার জেলাতে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন ৩ লক্ষ ৪ হাজার উপভোক্তা, জলপাইগুড়িতে ৪ লক্ষ ৭৮ হাজার, কোচবিহার জেলা ৬ লক্ষ ৩৭ হাজার। জনসংখ্যার ভিত্তিতে এটি করা হয়। আলিপুরদুয়ার নতুন জেলা। জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার করা হয়েছে, আমরাই করেছি। সারা রাজ্যে ৯১ লক্ষ কৃষকবন্ধ পেয়েছেন। আলিপুরদুয়ার জেলায় উপভোক্তার সংখ্যা ৮৩ হাজার, ৮৯ হাজার পেয়েছেন জলপাইগুড়ি জেলায়, ৩ লক্ষ ৭১ হাজার রয়েছেন কোচবিহার। আলিপুরদুয়ারে সবুজ সাথী মানে সাইকেল (৭ দিনের মধ্যে বাকিরাও পেয়ে যাবেন) পেয়েছেন প্রায় ২ লক্ষ, ৩ লক্ষ ১৩ হাজার জলপাইগুড়িতে, ৪ লক্ষ ২৫ হাজার পেয়েছেন কোচবিহারে। আলিপুরদুয়ারে স্বাস্থ্যসাথীর উপভোক্তা ৪ লক্ষ, জলপাইগুড়িতে রয়েছেন ৫ লক্ষ ৭৭ হাজার, কোচবিহারে রয়েছেন ৭ লক্ষ ৬১ হাজার। খাদ্যসাথী প্রাপকের সংখ্যা আলিপুরদুয়ার জেলায় ১৪ লক্ষ ৩৯ হাজার, ২১ লক্ষ ৬৭ হাজার জলপাইগুড়ি জেলায়, ৩০ লক্ষের বেশি রয়েছেন কোচবিহার জেলায়।' মমতার দাবি, 'কেন্দ্রীয় সরকার আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে। কিন্তু ৪০ লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি।'
আর যা বললেন...
এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে ফের চাঁচাছোলা আক্রমণ করেন তিনি। বলেন, '১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র। ...প্রতিশ্রুতি পালন না করে তৃণমূল পালিয়ে যায় না।' তাঁর অভিযোগ, 'উইপোকা কামড়ালেও দিল্লির টিম আসছে। বিএসএফ গুলি করে মারলে, ক'টা টিম আসে? 'প্রতি বছর তোমরা দিল্লি চালাবে, বাইরে থেকে লোক আনবে, লোকের মাথা খাবে।' মমতার আরও দাবি, নদী ভাঙনের টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। 'বন্যা হলে কেন্দ্র টাকা দেয় না।', কড়া সমালোচনা তাঁর। একই সঙ্গে তাঁর সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গকে বঞ্চিত রাখার যে অভিযোগ উঠেছে, তারও জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন:দ্বিতীয় ইনিংসের শুরুতেই বাংলায় নাড্ডা, মায়াপুর দর্শনের পর নদিয়ায় সভা