![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Market Price Hike: আগুন বাজারে ইবি-র অভিযান, আদৌ কতটা সুরাহা মিলবে? সংশয়ে সাধারণ মানুষ
Market Price of Vegetables Fish Increase : বিক্রেতাদের দাবি, পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায়, বেড়েছে পরিবহণ খরচ। তার জেরে চড়া দামে বিকোচ্ছে শাকসবজি ও মাছ মাংসের মতো খাদ্য পণ্য
![Market Price Hike: আগুন বাজারে ইবি-র অভিযান, আদৌ কতটা সুরাহা মিলবে? সংশয়ে সাধারণ মানুষ Market Price of Vegetables Fish Increase In Howrah Bankura Market, EB takes action Market Price Hike: আগুন বাজারে ইবি-র অভিযান, আদৌ কতটা সুরাহা মিলবে? সংশয়ে সাধারণ মানুষ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/01019605c50ecfb02c2abdd6def7fb80_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুনীত হালদার, পূর্ণেন্দু সিংহ, হাওড়া, বাঁকুড়া : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শাক-সবজি, ফল থেকে মাছ-মাংসর দাম। বাজারে গিয়ে ছ্যাঁকা খাওয়ার জোগাড়। দিশাহারা অবস্থা জনগণের। বাজেটে কাটছাঁট করেও দুশ্চিন্তা দূর হচ্ছে না মানুষের। রান্নার গ্যাসের দাম যে ভয়ঙ্কর হেরে বেড়েছে, তাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। আর ডিজেলের দাম বাড়া মানেই শাক-সব্জি, ফল, মাছ-মাংস, চাল-ডাল-চেল সমস্ত জিনিসের দাম বাড়া। কিছু কিছু ক্ষেত্রে লাগামছাড়া হয়েছে জিনিসপত্রের দাম।
দাম নিয়ন্ত্রণে হাওড়া ও বাঁকুড়ার বিভিন্ন বাজারে হানা রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের
পরিস্থিতি সামাল দিতে দাম নিয়ন্ত্রণে জেলায় জেলায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। এদিন মধ্য হাওড়ার কালীবাবুর বাজারে হানা দেন ইবি-র (EB) আধিকারিকরা। পাইকারি ও খুচরো বাজারে শাকসবজি, আনাজ, মাছের দামের ফারাক নিয়ে বিক্রেতাদের কাছ থেকে জানতে চান তাঁরা। বিক্রেতাদের দাবি, পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে সরাসরি প্রভাব পড়েছে বাজারে। পাশাপাশি, জিনিসপত্রের দাম কমেছে বিক্রি। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি, সঙ্গীতা সরকার রায়চৌধুরী বলেন,
' পাইকারি ও খুচরো দুই বাজারে দামের তফাত খতিয়ে দেখতে এসেছি। আমরা হায়ার অথরিটিকে রিপোর্ট দেব।'
অন্যদিকে, বাঁকুড়া শহরে যশোরবাঁধ এলাকায় এদিন বাজার পরিদর্শন করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। পাইকারি ও খুচরো বাজারে দামের ফারাক নথিভুক্ত করেন তাঁরা। দাম বেশি নিলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শনিবার, মধ্য হাওড়ার কালীবাবুর বাজারে হানা দেন ইবি-র আধিকারিকরা। পাইকারি ও খুচরো বাজারে শাকসবজি, আনাজ, মাছের দামের ফারাক নিয়ে বিক্রেতাদের কাছ থেকে জানতে চান তাঁরা।
বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য। বিক্রেতাদের দাবি, পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায়, বেড়েছে পরিবহণ খরচ। তার জেরে চড়া দামে বিকোচ্ছে শাকসবজি ও মাছ মাংসের মতো খাদ্য পণ্য। দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ইবি আধিকারিকরা। সবমিলিয়ে এখন অনেকেই রসিকতা করে বলছেন, দিন দিন যা অবস্থা হচ্ছে, তাতে এখন ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে গিয়ে পকেটে করে আনাজ আনতে হবে। লাগাতার মূল্যবৃদ্ধির পথে হেঁটে রাজ্যে পেট্রোল এবং ডিজেল দুটোই সেঞ্চুরি হাঁকিয়েছে। এই পরিস্থিতিতে আদৌ কতটা সুরাহা মিলবে? সংশয়ে মধ্যবিত্তরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)