Dilip Ghosh: অনির্দিষ্টকালের জন্য় স্থগিত MBBS ও BDS-এর ভর্তি প্রক্রিয়া, দিলীপের নিশানায় রাজ্য সরকার
DIlip Ghosh On MBBS BDS : SSC-র চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজের ইস্যুতেও মুখ খুললেন দিলীপ ঘোষ

কলকাতা: পরীক্ষার ৪ মাসেও জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হয়নি। কবে রেজাল্ট বেরোবে, তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর নেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছেও। এই পরিস্থিতিতে অথৈ জলে পড়েছেন প্রায় ১ লক্ষ মেধাবী পড়ুয়া। এরই মধ্যে কোনও কারণ না দেখিয়েই অনির্দিষ্টকালের জন্য রাজ্য়ের মেডিক্য়াল কলেজগুলোতে ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা করেছে স্বাস্থ্য় দফতর। এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'রাজ্য সরকার সব জায়গায় রাজনীতি করছে।'
অনির্দিষ্টকালের জন্য় স্থগিত করে দেওয়া হয়েছে MBBS ও BDS-এর ভর্তি প্রক্রিয়া। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকার সব জায়গায় রাজনীতি করছে। সেখান থেকে ফায়দা তোলার চেষ্টা করছে। আদালত আগেই স্পষ্ট করেছিল মুসলিম ওবিসি এই লিস্টে আসবে না। ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ হয় না। অথচ সেই লিস্টে কিছু রদবদল করে প্রায় সেটাকেই বহাল রাখা হল। এরাও বঞ্চিত হল। প্যানেল আটকে গেল। বাকিদেরও একই সমস্যা আসবে। তালিকা স্পষ্ট না হলে সব জায়গায় সমস্যা হবে। রাজ্য সরকারের বিসর্জন না হলে এই সমস্যার সমাধান হবে না।
অপরদিকে, ২০১৬-র SSC-র নিয়োগ দুর্নীতির মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'যোগ্য অযোগ্য স্পষ্ট হলে তো সরকারের অথবা তাদের দলের লোকের চুরি ধরা পড়ে যাবে। ফলে ভোটের আগে এই সমস্যার সমাধান হোক তা কেউ চায়না। সেজন্যই বিষয়টা জটিল করার জন্য আদালতে নিয়ে গেছেন। যার ফলে, একসময় আদালত বিরক্ত হয়ে বলবে আমি আর বিষয়টা শুনব না। তারা এটাই চায়। তারা চায় বিষয় চাপা পড়ে যাক। ঠিক যেমন আর জি কর কাণ্ডে হয়েছে।'
SSC তো জানে কারা যোগ্য আর কারা অযোগ্য? তবে কেন সেই তালিকা জমা দেওয়া হচ্ছে না আদালতে? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,
'রাজ্য সরকার সমাধান চায়না। সমাধান হলেই তো সমস্যা বাড়বে। রাজ্যের কাছে তো যোগ্য-অযোগ্য তালিকা আছে। আদালতের বিচারে সেটাকেই জোর দেওয়া উচিত। কিন্তু রাজ্য সেটা চায়না। আমার মনে হয়না ২৬ এর ভোটের আগে হবে। তারপর নতুন সরকার এলে কী হবে দেখা যাক।'






















