Medical College Admission Fraud : ১৪ লক্ষ টাকা নিয়ে মেডিক্যাল কলেজে ভর্তির নামে ‘প্রতারণা’
Police Complain : জানা গিয়েছে, এমবিবিএসে (MBBS) ভর্তির জন্য ১৪ লক্ষ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। আর এমডিতে (MD) ভর্তির জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে।
ঝিলম করঞ্জাই, কলকাতা : আরজি করের (RG Kar) পর এবার কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) ভর্তি করিয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার (Duped Money) অভিযোগ। ১৪ লক্ষ টাকা নিয়ে মেডিক্যালে ভর্তির নামে ‘প্রতারণা’ করার অভিযোগ উঠেছে। যে ঘটনা সামনে আসার পরই বউবাজার থানায় (Bowbagar Police Station) প্রতারণার অভিযোগ দায়ের কলেজ কর্তৃপক্ষের।
জানা গিয়েছে, এমবিবিএসে (MBBS) ভর্তির জন্য ১৪ লক্ষ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। আর এমডিতে (MD) ভর্তির জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, প্রতারণার শিকার অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh), বিহারের (Bihar) বাসিন্দা।
মেডিক্যাল কলেজ কী জানাচ্ছে
মেডিক্যাল কলেজ সূত্রে জানা যাচ্ছে, গত দু'সপ্তাহে ভর্তির নামে দুটি আর্থিক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। ডোনার সিটে ভর্তির জন্য তিনি অর্থ দিয়েছেন বলে জানিয়ে প্রিন্সিপালের কাছে কাগজ নিয়ে আসেন অভিযোগকারীরা। যে কাগজগুলি আসলে ভুয়ো। যারপরই প্রিন্সিপালের পক্ষ থেকে বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়।
আরজি করে প্রতারণার পর্দাফাঁস
সপ্তাহখানেক আগে আরজি করে ডাক্তারির কোর্সে ভর্তির নামে প্রতারণা চক্রের পর্দাফাঁস হয়। ‘ডোনার’ কোটায় এমবিবিএস-এ ভর্তির নামে প্রতারণা চক্রের হদিশ মেলে। প্রতারণা চক্রের হদিশ পায় আরজি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। '২৫ লক্ষ টাকা দিলেই ডাক্তারির কোর্সে ভর্তির আশ্বাস দিয়ে প্রতারণা’, ‘প্রতারণার শিকার ত্রিপুরার ২ পড়ুয়া, স্বাস্থ্য দফতরের এক আধিকারিক’, ‘অধ্যক্ষের সই জাল করে চলছিল প্রতারণা চক্র’, টালা থানায় অভিযোগ দায়ের আরজি করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। ঘটনায় গ্রেফতার আরজি কর হাসপাতালেরই চুক্তিভিত্তিক এক নিরাপত্তাকর্মী ।
কিছুদিন আগেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২৬টি দামী ইঞ্জেকশন চুরির অভিযোগ ওঠে। এক অস্থায়ী কর্মীর দিকে অভিযোগের আঙুল উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করে বউবাজার থানা।
আরও পড়ুন- কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের দামী ইঞ্জেকশন চুরির অভিযোগ
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )