Medical Course: বেসরকারি মেডিকেল কলেজে সরকারি হারে পড়ার খরচ! কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা
Medical College Courses Fees: যার ফলে সুবিধা হবে গরিব-মধ্যবিত্ত পরিবারের মেধাবী পড়ুয়াদের। এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
কলকাতা: মেডিকেল পড়ুয়াদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার। কিংবা যারা ডাক্তারি পড়তে চায় তাঁদের জন্যও অনেকটাই সুবিধা হবে এই ঘোষণাতে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। বেসরকারি মেডিক্যাল কলেজের অর্ধেক আসনে পড়ার খরচ সরকারি হারে নেওয়া হবে। যার ফলে সুবিধা হবে গরিব-মধ্যবিত্ত পরিবারের মেধাবী পড়ুয়াদের। এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
এই বিষয়ে কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে বলে ট্যুইট করে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। এছাড়াও, ক্যান্সার, টিবি, ডায়াবিটিস, হৃদরোগে চিকিৎসায় প্রয়োজনীয় ৮০০টিরও বেশি ওষুধের দাম নিয়ন্ত্রণ করা করা হচ্ছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার সুবিধা পাবেন সাধারণ মানুষ।
সম্প্রতি ইউক্রেন থেকে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের পড়াশুনো শেষ করার জন্য ভারতে মেডিক্যাল পেশা সংক্রান্ত বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে আইএমএ-র পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, অনিশ্চয়তার পরিপ্রেভিতে সরকার নিয়ম শিথিল করে ইউক্রেন থেকে ফেরা দেশের মেডিক্যাল পড়ুয়াদের মেডিক্যাল কলেজগুলি ভর্তির ব্যবস্থা করা হোক। এক্ষেত্রে ফাইনাল ইয়ারের পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) মনে করছে, বিশেষ একটি পরীক্ষার মাধ্যমে ওই পড়ুয়াদের ভারতের মেডিক্যাল কলেজে ভর্তির বন্দোবস্ত করা যেতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে যে, ইউক্রেন থেকে ফেরত ওই পড়ুয়াদের মেডিক্যাল পড়াোনা সম্পূর্ণ করার ক্ষেত্রে কিছু উপায় বের করা হতে পারে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের সঙ্গে সাক্ষাতের সময় মেডিক্যাল কলেজগুলিতে আসন বাড়ানোর কথা বলেছিলেন।
উল্লেখ্য, ইউক্রেন থেকে ফিরে আসা মেডিক্যাল পড়ুয়াদের সমস্যার বিষয়টি সংসদেও উঠতে পারে। আগামী ১৪ মার্চ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ওড়িশার কন্ধমালের বিজেডি সাংসদ ড. অচ্যূত সামন্ত বলেছেন, মোদি সরকারের উচিত জাতীয় মেডিক্যাল কমিশনের নিয়মে বদল ঘটানো।