Buddhadeb Bhattacharjee: 'নন্দীগ্রামে গুলি চালনা মেনে নিতে পারেননি, কথা বলেননি বাড়ি ফিরে', বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় স্ত্রী মীরা
Buddhadeb Bhattacharjee News: জীবনের বড় অংশের কথা লিখে গেছেন আত্মজীবনীতে।অপ্রকাশিত সেই আত্মজীবনীর তথ্য এদিন প্রকাশ্যে আনলেন স্ত্রী

কলকাতা: তিনি স্বপ্ন দেখেছিলেন এই রাজ্য নিয়ে। স্বপ্ন দেখেছিলেন, কৃষিকে ভিত্তি করে, শিল্পকে ভবিষ্য়ত করতে! কিন্তু পারেননি। উল্টে তাঁর আমলেই পতন হয়েছে ৩৪ বছরের বাম দূর্গের। কিন্তু রাজনৈতিক জীবনে সাফল্য়-ব্য়র্থতার মিশেলের মধ্য়ে দিয়ে এগোনো বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্য়ুর পর, তাঁর ঘোর রাজনৈতিক বিরোধীও একটা কথা স্বীকার করতে বাধ্য় হয়েছেন, তাঁর সততা, তাঁর অনাড়ম্বর-অতি সাধারণ-সরল জীবনযাপন অতুলনীয়! মৃত্যুর এক বছর পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের হতাশা-আক্ষেপের আখ্যান শোনা গেল তাঁর এক চিলতে ফ্ল্য়াটের অন্দরে।
জীবনের বড় অংশের কথা লিখে গেছেন আত্মজীবনীতে।অপ্রকাশিত সেই আত্মজীবনীর তথ্য এদিন প্রকাশ্যে আনলেন স্ত্রী। মীরা ভট্টাচার্য বলছেন, 'ওনার আত্মজীবনী। ওনার কঠোর নির্দেশ ছিল, উনি থাকাকালীন প্রকাশিত হওয়া তো দূরের কথা, খবর যেন বাইরে না আসে। এমন জায়গায় ওটাকে রাখতেন। ২০১৭ থেকে ২৪ পর্যন্ত নেই। বাকিটা সবকিছু আছে । ওটা প্রকাশিত হয়নি। ২০১৬ পর্যন্ত আত্মজীবনীর বিষয়বস্ত। ওনার নির্দেশ ছিল, মৃত্যুর পর যেন ওটা প্রকাশিত হয়।'
জ্যোতি বসু অনেকবার বলেছিলেন, বন্ধু-বান্ধবরাও বলেছিলেন। কিন্তু কখনও ছোট্ট এই ফ্ল্য়াট ছাড়তে রাজি হননি বুদ্ধদেব ভট্টাচার্য। এখান থেকেই রাজনীতি-রাজ্য় চালানো-গান শোনা, সাহিত্য রচনা থেকে আটপৌরে জীবনযাপন। টেবিল ছিল না, এই ঘরে চেয়ারে বসে পায়ের ওপর লিখতেন। স্ত্রীকে নিয়ে কখনও ফ্লাইটে চড়েননি। বেড়ানো বলতে দিঘা বা উত্তরবঙ্গ। আজ সব স্মৃতিরা ভিড় করছে মীরা ভট্টাচার্যর মনে। পাম অ্যাভিনিউয়ের এক চিলতে ফ্ল্যাটে বুদ্ধদেব আছেন ছবি হয়ে।
নন্দীগ্রামে যেদিন গুলি চলে, সেদিন বাড়ি ফেরার পর কেমন ছিল বুদ্ধবাবুর মেজাজ? মীরা ভট্টাচার্য বলছেন, 'পার্টির ভূমিকা তো ছিল, উনি জোর করে করতে চাননি। বহুবার সমঝোতা করতে চেয়েছেন। পার্টিকে এর মধ্যে আনা উচিত নয়। উনার মত সভ্য সুশিক্ষিত মানুষ চাননি , যারা আন্দোলন করছেন, তাদের জোর করে তুলে দেওয়া। নন্দীগ্রামে গুলি চালনার দিন খুব গম্ভীর ছিলেন। কথাও কম বলছিলেন। ওনার ভেতরটা নরম। এত লোকের মারা যাওয়াকে মেনে নিতে পারেননি।'
ঠিক এক বছর আগে, আজকের দিনটাতেই চিরবিদায় নিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। পাম অ্যাভিনিউয়ের দু'কামরার ফ্ল্যাটটাই ছিল তাঁর নিজের জগৎ।আজ সেই দুকামরার ফ্ল্যাটটায় তিনি নেই, শুধু ছড়িয়ে আছে অজস্র স্মৃতি। প্রয়াণের একবছর পর, সেই স্মৃতির সরণি ধরে হাঁটলেন, তাঁর স্ত্রী, মীরা ভট্টাচার্য (Meera Bhattacharyya)।























