Midnapore News: মেদিনীপুরে মহিলা থানায় নিয়ে অত্যাচারের অভিযোগ, হাইকোর্টে DSO
Midnapore Lady Attacked In Police Station : মেদিনীপুরে মহিলা থানায় নিয়ে অত্যাচারের অভিযোগ, পুলিশি অত্যাচারের অভিযোগ উড়িয়ে পাল্টা কী প্রশ্ন রাজ্যের ?

মেদিনীপুর: SFI নেত্রীকে পুলিশি নির্যাতনের অভিযোগ, রিপোর্ট চাইল হাইকোর্ট। পাশাপাশি মেদিনীপুরে মহিলা থানায় নিয়ে অত্যাচারের অভিযোগ, হাইকোর্টে DSO। সমস্ত ফুটেজ খতিয়ে দেখতে IPS মুরলীধর শর্মাকে নির্দেশ বিচারপতির। পাশাপাশি DSO নেত্রীর মামলাতেও ফুটেজ, নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া যেতে পারে। DSO নেত্রী সুশ্রীতা সোরেনের মামলাতেও IPS মুরলীধর শর্মাকে নির্দেশ দেওয়া যেতে পারে।
'এরা কেউ ছাত্র নয়, এত দেরি করে কেন FIR? আগে করেনি কেন?', DSO নেত্রীর পুলিশি অত্যাচারের অভিযোগ উড়িয়ে পাল্টা প্রশ্ন
পুলিশি অত্যাচারের DSO নেত্রীর অভিযোগ, প্রাথমিকভাবে প্রস্তাব আদালতের। আঘাত খতিয়ে দেখতে নিরপেক্ষ মেডিক্যাল বোর্ড কিনা, দেখতে হবে। ট্রাইবাল কমিশনকেও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া যায় কিনা, দেখতে হবে। ছাত্র ধর্মঘটের দিন অত্যাচারের অভিযোগ, প্রাথমিকভাবে প্রস্তাব হাইকোর্টের। 'এরা কেউ ছাত্র নয়, এত দেরি করে কেন FIR? আগে করেনি কেন?', DSO নেত্রীর পুলিশি অত্যাচারের অভিযোগ উড়িয়ে পাল্টা প্রশ্ন রাজ্যের। 'এরা কেউ সাধারণ গ্রামবাসী নন, এই ঘটনা প্রত্যন্ত গ্রামেও হয়নি', DSO নেত্রীর অভিযোগ উড়িয়ে পাল্টা সওয়াল রাজ্যের, আগামীকাল ফের শুনানি।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুরে 'আক্রান্ত' SFI
SFI নেত্রীকে পুলিশি নির্যাতনের অভিযোগ, রিপোর্ট চাইল হাইকোর্ট। ২৫ মার্চের মধ্যে IPS মুরলীধর শর্মার কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুরে 'আক্রান্ত' SFI. SFI নেত্রীর উপর অত্যাচারের অভিযোগে মহিলা থানার OC-র রিপোট তলব। ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, ২৬ মার্চ শুনানি। পুলিশের বিরুদ্ধে বেআইনিভাবে আটক করে মারধর, কটূক্তির অভিযোগে মামলা। 'এটা কি পুলিশ করতে পারে? এর আগে স্যালাইনকাণ্ডেও হেনস্থার শিকার', পুলিশের বিরুদ্ধে FIR করতে চেয়ে হাইকোর্টে আবেদন SFI নেত্রী সুচরিতা দাসের।
আরও পড়ুন, ভাবাদিঘি থেকে আরও তাড়াতাড়ি কলকাতা, ৩ মাসের মধ্যেই রেলের কাজ শুরু, সময় বেঁধে দিল কোর্ট
'অনুসন্ধান ছাড়া OC-দের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলে সমস্যা তৈরি হবে', পুলিশের বিরুদ্ধে FIR-এর আবেদন নিয়ে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'সবকিছু সিসিটিভিতে আছে, শুধুমাত্র IC-র সিসিটিভি নেই, বডি ক্যামেরায় রেকর্ড আছে', পুলিশি অত্যাচারের অভিযোগ উড়িয়ে হাইকোর্টে পাল্টা দাবি রাজ্যের। 'আটক করার পরেই সুচরিতার সঙ্গে কথা হয়েছে আইনজীবীর। নিয়ম মেনে খাবার দেওয়া হয়েছে, মোবাইল ফোনে সংগঠনের সঙ্গেও কথা হয়েছে', পুলিশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের পাল্টা দাবি রাজ্য সরকারের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
