SSC Scam: ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা
Money Recover: একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার জাফিকুল, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন
কলকাতা: এবার ডোমকলের তৃণমূল বিধায়কের (TMC MLA) বাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা। এমনটাই খবর মিলেছে সিবিআই সূত্রে। সূত্রে খবর, জাফিকুল ইসলামের বাড়িতে টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন। এখনও পর্যন্ত ৫ লক্ষ টাকা গোনা হয়েছে।
উদ্ধার লক্ষ লক্ষ টাকা: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে এদিন সকালে হানা দেয় সিবিআই। জাফিকুল মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার জাফিকুল ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে পুরসভার প্রশাসক পদে রয়েছেন। সূত্রের খবর, জাফিকুলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। তার ভিত্তিতেই তৃণমূল বিধায়কের কলেজে তল্লাশিতে যায় সিবিআই। ডোমকলে বিধায়কের বাড়ি ছাড়াও তাঁর বিএড ও ডিএলএড কলেজে চলছে সিবিআই তল্লাশি। এদিন দুপুরের পর তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। টাকা গুনতে আনা হয়েছে মেশিন। বেলা সাড়ে ৩টে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৫ লক্ষ টাকা মিলেছে।
উত্তর থেকে দক্ষিণবঙ্গ, শিক্ষা দুর্নীতি মামলায় তল্লাশি শুরু করেছে সিবিআই। কলকাতা থেকে জেলা তৃণমূল বিধায়ক-কাউন্সিলরদের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন পাটুলিতে পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে হানা দেয় সিবিআই। এদিন সকাল ৯টা নাগাদ বাপ্পাদিত্যর বাড়িতে ঢোকে সিবিআই। দুপুর ২.৩০ নাগাদ কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে যায় তারা। পাশাপাশি তেঘরিয়ায় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালায়। এদিন সকাল পৌনে ৯টা নাগাদ দেবরাজের বাড়িতে ঢোকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুপুর ১.২০ নাগাদ দেবরাজকে নিয়ে দমদম পার্কের একটি বাড়িতে যায় সিবিআই। আড়াইটের পর দমদম পার্ক থেকে বেরোয়। অন্যদিকে, ধৃত কুন্তল ঘোষ ঘনিষ্ঠের বাড়িতেও তদন্তে যায় সিবিআই। বড়ঞায় আনারুল আনসারি ও তাঁর ছেলে সুজল আনসারির বাড়িতে অভিযান চালান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে দাবি, আনারুল ও সুজলের একাধিক বিএড, ডিএলএড কলেজ রয়েছে।শিক্ষা দুর্নীতির তদন্তে কোচবিহারেও সিবিআই তল্লাশি করে। বিএড ও ডিএলএড কলেজের কর্ণধার শ্যামল কর ও তাঁর ভাই সজল করের বাড়িতে তল্লাশি। পাশাপাশি কোচবিহারে বিএড ও ডিএলএড কলেজেও তল্লাশি চালায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Crime News : সামান্য বচসা থেকে গুলি ! জামুড়িয়ায় তৃণমূলের পার্টি অফিসের সামনে শ্যুটআউট