IND vs SA 1st T20 Live: হার্দিকের দুরন্ত অর্ধশতরানের পর অর্শদীপ, বুমরাদের দৌরাত্ম্যে ১০১ রানে দুরন্ত জয় ভারতের
India vs South Africa: ভারত ও দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৩১ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে।
LIVE

Background
কটকে: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) দ্বৈরথ। লাল বলের সিরিজ়ে প্রোটিয়া দল ভারতকে হোয়াইটওয়াশ করেছিল। জবাবে ওয়ান ডেতে ভারতীয় দল আবার ২-১ সিরিজ় জিতে নিয়েছে। এবার নজর টি-টোয়েন্টির দিকে। পাঁচ ম্যাচের লম্বা টি-টোয়েন্টি সিরিজ় শুরু হচ্ছে আজই। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কোন দল এগিয়ে, কোন দল পিছিয়ে?
ভারত ও দক্ষিণ আফ্রিকা মোট ৩১ বার টি-টোয়েন্টির দ্বৈরথে একে অপরের মুখোমুখি হয়েছে। এই মুখোমুখি দ্বৈরথে কিন্তু ভারতীয় দলই খানিকটা এগিয়ে রয়েছে। টিম ইন্ডিয়া রামধনুর দেশের বিরুদ্ধে ১৮টি ম্যাচে জয় পেয়েছে। প্রোটিয়া দল সেখানে ভারতকে ১২টি ম্যাচে হারিয়েছে। একটি ম্যাচ অমীমাংসিতই শেষ হয়েছে।
আজই সন্ধে সাতটা থেকে কটকের বারাবটি স্টেডিয়ামে শুরু হবে দুই দলের দ্বৈরথ। আজকে ২২ গজের মহারণে জয়ের হাসি কোন দল হাসে এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে।
IND vs SA Live Updates: দুরন্ত জয়
শেষমেশ বল হাতে নিয়ে শিবম দুবেও সাফল্য় পেলেন। আগের ওভারে অক্ষর পটেলের বলে প্রোটিয়াদের নবম উইকেট পড়েছিল। এবার দুবের বলে সিপামলা আউট হতেই ৭৪ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ১০১ রানে জিতল ভারত।
IND vs SA Live: জোড়া উইকেট ওভার
এক ওভারে দুই সাফল্য পেলেন বুমরা। কেশব মহারাজকে এবার ফেরালেন তিনি।




















