Malaria Situation: কলকাতায় ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ, রিপোর্ট প্রকাশ কেন্দ্রের; কী তথ্য উঠে এল?
Kolkata News: উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগের সংক্রমণ। ম্যালেরিয়ায় পরপর তিন বছরের ফার্স্ট বয় কলকাতা এবার ষষ্ঠস্থানে। ২০২৪ সালের ম্যালেরিয়া সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে জানাল স্বাস্থ্য মন্ত্রক।

কলকাতা: ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে কয়েক বছর ধরে প্রথম দশে রয়েছে কলকাতা। টানা ৩ বছর ছিল ১ নম্বরে, এবার রয়েছে ষষ্ঠ স্থানে। ২০২৪ সালের ম্যালেরিয়া রিপোর্ট প্রকাশ করে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
ম্যালেরিয়া রিপোর্ট প্রকাশ: উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগের সংক্রমণ। ম্যালেরিয়ায় পরপর তিন বছরের ফার্স্ট বয় কলকাতা এবার ষষ্ঠস্থানে। ২০২৪ সালের ম্যালেরিয়া সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে জানাল স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণের নিরিখে প্রথম থেকে ষষ্ঠ স্থানে নেমে এলেও কেন্দ্রীয় সরকারের বার্ষিক ম্যালেরিয়া রিপোর্ট অনুযায়ী উদ্বেগজনক জায়গায় রয়েছে কলকাতা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, ২০২৪ সালে সারা দেশের ৭৭৫ টি জেলার মধ্যে মাত্র ৭টি জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার করেছে। সেই সংখ্যায় কলকাতার আগে রয়েছে শুধু ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম, গোড্ডা, ওড়িশার কালাহান্ডি, রায়গড়া ও কান্ধামাল জেলা।
কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে গত বছর ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ১৯৯ ওড়িশার কালাহাণ্ডিতে ১৪ হাজার ৩৯৯। ওড়িশার রায়গাডায় ম্যালেরিয়া আক্রান্ত হন ১৩ হাজার ৮৩৫ জন। কান্ধামাল জেলায় ২০২৪-এ আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ১৪৬ ঝাড়খণ্ডের গোড্ডায় ১০ হাজার ২৮৮ এবং
কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৭৭ জন।
বর্ষা সেভাবে জাঁকিয়ে শুরুই হয়নি, এর মধ্যেই রাজ্যে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ। তারই মধ্যে কলকাতা কখনও প্রথম, কখন তৃতীয় কখনও ষষ্ঠ। উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট। দেশের মেট্রো শহর গুলোর মধ্যে একমাত্র কলকাতাতেই এই পরিমাণ ম্যালেরিয়া হয়েছে গত বছর। তবে শুধু ২০২৪ নয়, উদ্বেগের একই ছবি ছিল ২০২১, ২২ ও ২৩ সালে। পরপর তিন বছর দেশের সব জেলাকে পিছনে ফেলে ম্যালেরিয়া সংক্রমণে দেশের মধ্যে প্রথম হয় কলকাতা জেলা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-এ কলকাতায় ম্যালেরিয়ায় আক্রান্ত হন ১৭ হাজার ২ জন। ২০২২ সালে এই শহরে ম্যালেরিয়া হয় ২৭ হাজার ২০৯ জনের। ২০২১ সালে কলকাতায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ২৯০ জন। তিন বছরের এই পরিসংখ্যান ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। ২০২০ সালে কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত হন ১১ হাজার ৬৯ জন। যা ছিল দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।






















