Paschim Medinipur: খড়গপুরে দোকানির মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুঠ দুষ্কৃতীর
Miscreants Loot Money:দোকানির মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় এক লক্ষ টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গোলবাজারে।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: দোকানির (shopowner) মাথায় বন্দুক (gun) ঠেকিয়ে প্রায় এক লক্ষ টাকা লুঠ (loot) করে চম্পট দিল দুষ্কৃতীরা (miscreants)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (paschim medinipur) জেলার খড়গপুর (kharagpur) শহরের গোলবাজারে। গতকাল রাত সওয়া ন'টা নাগাদ গোলবাজারের একটি পাইকারি দোকানে ঘটনাটি ঘটে।
কী হয়েছিল?
পুলিশ সূত্রে খবর, রাত সওয়া নটা নাগাদ জনাছয়েক দুষ্কৃতী দুটি গাড়ি করে এসে দোকানে ঢোকে। তার পর মালিক ও তাঁর ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে, মারধর করে প্রায় লক্ষাধিক টাকা-সহ দুজনের হাতে থাকে সোনা ও রুপোর আংটিগুলো লুঠ করে। আক্রান্ত দোকান মালিক নবীন আগরওয়ালই পুলিশে খবর দেন। খড়্গপুরের এসডিপিও এবং খড়গপুর টাউন থানার আইসি দোকানে থাকা সিসিটিভি দোকানে থাকা সিসিটিভি খুঁটিয়ে দেখেন। সূত্রের খবর, দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আপাতত যা খবর তাতে দোকানটি থেকে একটি কালো রংয়ের জামা উদ্ধার করা গিয়েছে। তদন্ত জারি রয়েছে। ঘটনাস্থলে পৌঁছন খড়গপুর পুরসভার পুরপ্রধান। দোকান মালিকের সঙ্গে কথাও বলেন। সঙ্গে পুলিশের কাছে চোরকে অবিলম্বে ধরার আর্জিও জানান। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের এই শহরের ডাকাতির ঘটনা এটাই প্রথম নয়।
আগেও ডাকাতি...
গত জুনেই খড়গপুর থেকে অস্ত্র-সহ ১০ জন ডাকাতকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের মুথুরাকাটি এলাকায়। পুলিশ সূত্রে খবর মেলে, ওই চক্রটি অনেকদিন ধরেই এলাকায় ছিল। তাদের ধরতে ফাঁদও পাতা হচ্ছিল দীর্ঘদিন ধরে। কিন্তু বিভিন্নভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছিল তারা। তবে শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে। জানা গিয়েছে, বেশ কিছু দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র-সহ জড়ো হয়েছিল মুথুরাকাটি এলাকায়। পুলিশ মধ্যরাতে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয়। পুলিশ আসার খবর কোনও ভাবে হয়তো সেই দুষ্কৃতীদের কাছে পৌঁছে গিয়েছিল। তাই সেখান থেকে পালিয়ে যায় অনেকেই। তবে কয়েকজন পালালেও শেখ ফিরোজ ও শেখ সাহেব সহ ১০ জন ডাকাতের দল কে গ্রেফতার করে টাউন থানার পুলিশ। তাদের কাছে একটি ওয়ান শটার পিস্তল, একটি গুলি ও একটি খেলনা বন্দুক-সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এই ঘটনার কিছু দিন আগেই কলকাতার বড়বাজার এলাকায় ডাকাতির ছক বানচাল করা হয়েছিল। লালবাজারের গুন্ডাদমন শাখার তৎপরতায় ডাকাতির ছক বানচাল হয়েছিল। অস্ত্র, গাড়ি-সহ গ্রেফতার হয়েছিলেন ৫ দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ১০টা নাগাদ হেস্টিংস মোড়ে কয়েকজনকে জড়ো হতে দেখে সন্দেহ হয় পুলিশের। পালানোর চেষ্টা করায় দুষ্কৃতীদের ধাওয়া করেন পুলিশ কর্মীরা। আটক করা হয় গাড়ি। ওই গাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ-সহ বেশ কিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়। ধৃত ৫ জন আনন্দপুর ও তিলজলা থানা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন:বাবুলের বিরুদ্ধে বিক্ষোভ,দূর হটো; স্লোগান বালিগঞ্জে,তৃণমূল পচে গিয়েছে, কটাক্ষ দিলীপের