SSC: SSC-র স্ক্যানারে ৮০০-র বেশি স্কুল শিক্ষক, পর্যায়ক্রমে সুপারিশপত্র বাতিলের সিদ্ধান্ত কমিশনের
Job Cancel: রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি বাতিলের পথে। ২০১৬ সালের নবম-দশমের শিক্ষক পদে। নিয়োগপত্রের প্রাপক সকলেই।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অবশেষে এসএসসি-র স্ক্যানারে ৮০০-এরও বেশি স্কুল শিক্ষক। রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি বাতিলের পথে। ২০১৬ সালের নবম-দশমের শিক্ষক পদে। নিয়োগপত্রের প্রাপক সকলেই। বিধি প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হল আদালতকে। 'দুর্নীতির' ঘটনা কবুল করে পদক্ষেপের পথে কমিশন।
স্ক্যানারে ৮০০-এরও বেশি স্কুল শিক্ষক: স্কুল সার্ভিস কমিশন কবুল করল যে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির কারণে প্রায় ৮০০ শিক্ষক স্ক্যানারে এনে চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে এই সংক্রান্ত নোটিস দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। এরপর ধাপে ধাপে তাঁদের সুপারিশপত্র বাতিল করা হবে। কমিশনের ১৭ ধারা অনুযায়ী নিয়োগপত্র বাতিল করা হবে। ২০১৬ সালের নবম-দশমের শিক্ষক পদে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন ৯৫২ জনের তালিকা প্রকাশ করেছিল কমিশন। তাঁদের নম্বরের হেরফের দেখা দেয়। সার্ভার এবং ওএমআর শিটে বিস্তর নম্বরের ফারাক ছিল। ৫৩ পর্যন্ত নম্বর বাড়ানো হয়েছে। ৯৫২ জনের ওই তালিকা দেখে হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, কেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কমিশন? অবশেষে এই 'দুর্নীতির' ঘটনা মেনে নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে SSC।
কী জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান?
'আগামী সপ্তাহে নোটিস। পর্যায়ক্রমে সুপারিশপত্র বাতিল।' জানালেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এদিন তিনি বলেন, ৯৫২ জনের যে তালিকা আমাদের ওয়েবসাইটে আছে সার্ভারে এবং ওএমআর শিটে বিস্তর তাঁদের নম্বরের ফারাক দেখা দিচ্ছে। এদের মধ্যে যাঁরা চাকরি পেয়েছেন, বিধি অনুযায়ী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলে সুপারিশপত্র বাতিল করা যায়। ৬ তারিখ শুনানির পর ৮ তারিখ হলফনামা দিয়ে জানিয়েছি, এই প্রক্রিয়া আমরা শুরু করতে পারব। ৮০০ -র বেশি সুপারিশপত্র বাতিল করা হবে। আগামী সপ্তাহে এই বিষয়ে একটা নোটিস দেওয়া হবে। পর্যায়ক্রমে এই কাজ শুরু করা হবে।
আরও পড়ুন: East Midnapore News: কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন ছাত্রনেতা শুভদীপ গিরি