Top News : রাজ্যেও ৪ বছরের ডিগ্রি কোর্স, গরমে পুড়ছে বাংলা, এক নজরে Top News
মোদি সরকারের শিক্ষানীতির একাংশ মেনে, চলতি বছর থেকেই চার বছরের ডিগ্রি কোর্স চালু করল রাজ্য, জেনে নিন Top News

চার বছরের ডিগ্রি কোর্স: মোদি সরকারের শিক্ষানীতির একাংশ মেনে, চলতি বছর থেকেই চার বছরের ডিগ্রি কোর্স চালু করল রাজ্য। অথচ নিজেদের প্রতিশ্রুতিমতো, স্নাতকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া থেকে আরও একবার পিছু হটল সরকার। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কের মেঘ শিক্ষামহলে।
কাকুই কিংপিন? চাকরি বিক্রিতে কালীঘীটের কাকুই কি পিং পিন? সুজয়ের নির্দেশেই ভাগের বখরা পার্থকে দিয়েছিলেন কুন্তল। নির্দেশ যেত মানিকেরও কাছে, দাবি ইডির।
প্রমাণ লোপাটে তথ্য ডিলিট? ২০১৪-র টেটকাণ্ডেও জড়িত কালীঘাটের কাকু? ফোনের তথ্য ডিলিট করতে বলেছিলেন, ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ারের বয়ানকে হাতিয়ার করে দাবি ইডির।
কাকুর 'কীর্তি'! ক্লাবের ভোটে জিততেও চাকরির টোপ দিয়েছিলেন কালীঘাটের কাকু! পরীক্ষা না দিয়েই নিয়োগের বিস্ফোরক স্বীকারোক্তি খোদ চাকরিপ্রার্থীর। টালির চালের দোকান থেকে রকেট গতিতে উত্থান।
নবজোয়ারে বিশৃঙ্খলা: কাঁথিতে অভিষেকের নবজোয়ারে চূড়ান্ত বিশৃঙ্খলা। রেহাই পেলেন না কারামন্ত্রীও। রক্ষীদের ধাক্কায় কারামন্ত্রীই আহত। ফের নবজোয়ারে বিশৃঙ্খলা। ব্লক ও অঞ্চল সভাপতি বদল নিয়ে ক্ষোভ। অভিষেকের সামনেই সরব তৃণমূলকর্মীরা। স্থগিত প্রার্থী বাছাইয়ের ভোট।
উড়ল তৃণমূলকর্মীর বাড়ি: দুবরাজপুর, ভাঙড়ের পর নদিয়ার চাপড়া। ভর সন্ধেয় বিস্ফোরণে উড়ল তৃণমূলকর্মীর বাড়ি। মজুত বোমা থেকেই বিস্ফোরণ, অভিযোগ গ্রামবাসীদের। বিস্ফোরণ হয়নি, দাবি পুলিশের।
গ্রেফতার আরও এক: অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার আরও এক কুড়মি আন্দোলনকারী। অভিযুক্ত বিজেপির সক্রিয় কর্মী, দাবি তৃণমূলের। মানতে নারাজ গেরুয়া শিবিরের। ধৃত জয় মাহাতোকে ৬ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালত।
তাপপ্রবাহের পরিস্থিতি: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি আরও বাড়বে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। আপাতত বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। সপ্তাহব্যাপী এরকম অবস্থা চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অসহ্য গরমে নাজেহাল বঙ্গবাসী। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
তৃণমূলের দ্বন্দ্ব: বীরভূমে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব। এবার খয়রাশোলের ব্লক সভাপতিকে ফেসবুকে নিশানা করলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। পাল্টা আক্রমণ শানিয়েছেন ব্লক সভাপতি। ভুল স্বীকার না করলে পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল।
তৃণমূল কাউন্সিলরের কাছেই হেনস্থা: কাউন্সিলরের মদতে শোভাযাত্রার জন্য দোকান ভাঙার অভিযোগ। নালিশ জানাতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের কাছেই হেনস্থা হতে হয়েছে বাজার কমিটির সম্পাদককে। কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগে বুধবার সকাল থেকে বাজার ও দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। পাল্টা অভিযোগ কাউন্সিলরের। বাঁকুড়া পুরসভার রাজগ্রামের ঘটনা।























