Sisir Adhikari : সাংসদ শিশির অধিকারীকে সমন পাঠাল লোকসভার প্রিভিলেজ কমিটি
Sisir Adhikari : সুদীপ দাবি করেন, ‘শিশির অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করলেও, তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ রয়েছে’।
নয়াদিল্লি : সাংসদ শিশির অধিকারীকে সমন পাঠাল লোকসভার প্রিভিলেজ কমিটি । ১২ অক্টোবর বেলা সাড়ে ১২টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বর্ষীয়ান রাজনীতিককে। গত ২০ সেপ্টেম্বর তৃণমূলের পক্ষ থেকে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ নিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে আর্জি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
তথ্যপ্রমাণ রয়েছে, দাবি সুদীপের
সুদীপ দাবি করেন, ‘শিশির অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কথা অস্বীকার করলেও, তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ রয়েছে’। এমনটাই দাবি লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তিনি সেদিন জানান, ' আমি শিশির অধিকারীর চিঠির উত্তর দেওয়া নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেছিলাম। তাঁকে যত দ্রুত সম্ভব সদস্যপদ খারিজের আবেদন করেছি। উনি যে বিজেপিতে তার যথেষ্ট তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে। আমরা দ্রুত সিদ্ধান্ত চাই '
শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি
বঙ্গ রাজনীতি দলবদল বিতর্কে উত্তপ্ত ! শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরই পাল্টা অর্জুন সিংহ নিয়ে অবস্থান জানতে চান স্পিকার। আর এ নিয়ে শুরু হয়ে যায় তরজা।
তৃণমূলেই আছেন, দাবি শিশিরের
বিধানসভা ভোটের মুখে ২০২০’র ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। পরের বছরের শুরুতেই গেরুয়া শিবিরে নাম লেখান শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীও। এরপর ২১’র বিধানসভা ভোটের আগে অমিত শাহর সভামঞ্চে দেখা যায় শুভেন্দু অধিকারীর বাবা ও কাঁথির সাংসদ শিশির অধিকারীকে। কিন্তু, তিনি তৃণমূলের সাংসদ পদ ছাড়েননি। এরপরই শিশিরের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই থেকে এ টানাপোড়েন চলছেই। এরইমধ্যে শিশির অধিকারী দাবি করেছেন, তিনি তৃণমূলেই আছেন।
এদিকে জুলাই মাসে রাষ্ট্রপতি নির্বাচনের ফল বেরনোর পর শুভেন্দু দাবি করেছিলেন, লোকসভা ও রাজ্যসভায় তৃণমূলের ৩৪ জন সাংসদের মধ্যে ৪ জন ক্রস ভোটিং করেছেন। তার মধ্যে দুটি ভোট দ্রৌপদী মুর্মু পেলেও, বাকি দুটো ভোট বাতিল হয়েছে। তৃণমূলের দাবি, ১৮ জুলাই রাজ্য বিধানসভায় ভোট দেন তাদের ৩২ জন সাংসদ। তবে ইঙ্গিতপূর্ণ বিষয় হল, দিল্লিতে সংসদ ভবনে গিয়ে ভোট দেন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তাঁর ছেলে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।
তাঁরা কাকে ভোট দিলেন তা নিয়ে জোর জল্পনা তৈরি হয় এই প্রেক্ষাপটে মঙ্গলবার ফের শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের দ্বারস্থ হন সুদীপ বন্দ্যোপাধ্যায়।