Paschim Medinipur : "বিজেপি প্রার্থীকে ভোট দিলে ঘরে ঢুকে মারব", হুঁশিয়ারি খোদ দলীয় নেত্রীরই
Municipal Election 2022 : জেলায় জেলায় পুরভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ
খড়গপুর : বিজেপি প্রার্থীকে (BJP Candidate) ভোট দিতে বারণ খোদ বিজেপি নেত্রীর ! খড়গপুর পুরসভার (Kharagpur Municipality) ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা। "বিজেপিকে ভোট দিলে ফল ভাল হবে না। বিজেপি প্রার্থীকে ভোট দিলে ঘরে ঢুকে মারব।" হুঁশিয়ারি বিজেপি নেত্রী বেবি কোলের। এর পাশাপাশি দলের পতাকা-ফ্লেক্স ছিড়ে ফেলে দেন ওই নেত্রী। এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। শাসকদলের কটাক্ষ, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি, এটাই তার প্রমাণ।
বেবি কোলে বলেন, "পুরভোটে দাঁড়ালাম। তারপর আমার কাছে টাকা চাওয়া হচ্ছে। বলা হল, দিদি আপনি যদি দাঁড়াতে চান তাহলে আপনাকে কিছু খরচ করতে হবে। এরপর দেখলাম, এক সপ্তাহ ধরে খুব বিব্রত করছে। তখন জিজ্ঞাসা করলাম, কত দিতে হবে ? বলল, টিকিটের জন্য ৫ লক্ষ টাকা লাগবে। এরা যাদের যাদের টিকিট বিক্রি করেছে, তাদেরই সিলেক্ট করে টিকিট দেওয়া হয়েছে। বিজেপির ভোট আমরা অন্য জায়গায় হতে দেব না। "
আরও পড়ুন ; খড়গপুর পুরভোটে প্রার্থী বিধায়ক হিরণ ! বিজেপির প্রার্থীতালিকায় একাধিক চমক
জেলায় জেলায় পুরভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে খড়গপুর পুরভোটে বিজেপির আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাচ। জানলার কাচও ভাঙা হয়। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুষার মুখোপাধ্যায়ের দাবি, ঘটনার কথা দিলীপ ঘোষকে জানানো হয়েছে। হামলার ঘটনা বরদাস্ত করা হবে না।
এদিকে বিজেপির প্রার্থী তালিকায় খড়গপুর সদরের দলীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের অনুগামীদের নাম না থাকায় বিক্ষোভ দেখানো হয়। টায়ার জ্বালিয়ে গোলবাজারে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। প্রার্থী নিয়ে বিক্ষোভের জেরে খড়গপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের অভিযোগ, অন্য ওয়ার্ড থেকে বিজেপির এক নেতাকে এনে ১৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে।