(Source: ECI/ABP News/ABP Majha)
Murshidabad: NH34-এ লরি-ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২
Lorry Accident:শুক্রবার ভোর ৬টা নাগাদ জাতীয় সড়কে এইএ দুর্ঘটনা ঘটে।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: লরি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ (Clash) হয় প্রাণ হারান দুই ব্যক্তি। জানা গিয়েছে, সারগাছি ৩৪ নম্বর জাতীয় সড়কে (34 National Highway) এই দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৬টার সময় দুর্ঘটনাটি (Accident) ঘটে। বেলডাঙা থানার পুলিশ (Police) এসে মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠিয়েছেন।
প্রসঙ্গত, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ট্রাক-অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ৩ জনের। গুরুতর জখম হয়েছিলেন ২ জন। ফুলবাড়ির আমাইদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ময়নাগুড়ির বাসিন্দা মুক্তি সাহাকে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে (North Bengal Medical) আসছিলেন তাঁর পরিবারের ৫ জন। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৩ জনের।
জানা যায়, রাত সাড়ে বারোটা নাগাদ ময়নাগুড়ির বাসিন্দা মুক্তি সাহাকে উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে আসা হচ্ছিল। তখনই মুক্তির মাইল্ড স্ট্রোক হয়েছিল বলে খবর। স্থানীয়দের বক্তব্য, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়াতেই ঘটে বিপত্তি। দুর্ঘটনার আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে এসেছিলেন। জখমদের উদ্ধার করে তাঁরাই হাসপাতালে নিয়ে যান। মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তদ্ধ হয়ে যায় ময়নাগুড়ি। পাশাপাশি মালদা থেকে গাজোল যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে একটি বাস। তাতে অন্তত ২০ জন জখম হন বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। জখম যাত্রীদের উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পৌঁছে দেন।
সম্প্রতি ধূপগুড়িতে এশিয়ান হাইওয়ের ওপর পণ্যবোঝাই দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। আগুনে ভস্মীভূত হয়ে যায় কয়লা বোঝাই একটি লরি। জখম চালক ও খালাসিকে হাসপাতালে ভর্তি করা হয়। ধূপগুড়ির গিলান্ডি ব্রিজ লাগোয়া এশিয়ান হাইওয়ের উপর কয়লা বোঝাই লরির সঙ্গে পেঁয়াজ বোঝাই একটি লরির সংঘর্ষে আগুন লাগে কয়লা বোঝাই লরিটিতে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভয়ঙ্কর ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন, সাঁইথিয়ায় উদ্ধার বিপুল পরিমাণ বোমা, বাজেয়াপ্ত অস্ত্রও
বস্তুত, রাজ্যের নানা প্রান্তে সড়ক দুর্ঘটনার খবর প্রায়ই শোনা যায়। রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কম প্রচার হয়নি। যদিও তারপরেও রাজ্যের দুর্ঘটনার গ্রাফ বদল হয়নি খুব একটা। এখনও বেপরোয়া বেগের বলি হয় একের পর এক প্রাণ। এখনও হেলমেট ছাড়াই সন্তানদের আনতে যান ব্যস্ত দুই চাকার আরোহীরা। যদিও তাই এই নিয়ে সতর্কতা জারি করা হলেও, ফের মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মুর্শিদাবাদ।