Murshidabad: বার্ধক্য ও বিধবা ভাতার কাজে বঞ্চনার অভিযোগ, চেয়ারপার্সনের বাড়িতে 'হামলা' বিজেপি কাউন্সিলরের
Murshidabad News: ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নয়না দাস মণ্ডল। তাঁর দাবি, পুরসভার সব কটি ওয়ার্ডে বার্ধক্য ও বিধবাভাতার আবেদনপত্র যাচাইয়ের কাজ শুরু হলেও বঞ্চনা করা হচ্ছে তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বার্ধক্য ও বিধবা ভাতার কাজে বঞ্চনার অভিযোগ। মুর্শিদাবাদ পুরসভার (Murshidabad Municipality) চেয়ারপার্সনের বাড়ির সামনে সদলবলে বিক্ষোভ দেখালেন বিজেপি কাউন্সিলর (BJP Councillor)। বাড়িতে হামলার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চেয়ারপার্সন।
পুরসভার চেয়ারপার্সনের বাড়ির সামনে জমায়েত করে বিক্ষোভ
বিজেপির কাউন্সিলর হওয়ায় তাঁর ওয়ার্ডের প্রকৃত দাবিদারদের বঞ্চিত করা হচ্ছে। বার্ধ্যক্য ও বিধবা ভাতার কাজে করা হচ্ছে গড়িমসি। এই অভিযোগে, তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ পুরসভার চেয়ারপার্সনের বাড়ির সামনে ক্ষোভ দেখালেন বিজেপি কাউন্সিলর।
১৬ নম্বর ওয়ার্ডের মুর্শিদাবাদ পুরসভায় তৃণমূল ১০টি ও বিজেপি ৬টি আসনে জয়ী হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নয়না দাস মণ্ডল। তাঁর দাবি, পুরসভার সব কটি ওয়ার্ডে বার্ধক্য ও বিধবাভাতার আবেদনপত্র যাচাইয়ের কাজ শুরু হলেও বঞ্চনা করা হচ্ছে তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের।
মুর্শিদাবাদ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিত্তরঞ্জন দাস বলেন, 'আমাদের বার্ধক্যভাতা বন্ধ হয়ে আছে। তাই আমরা চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলাম।'
মুর্শিদাবাদ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নয়না দাস মণ্ডল বলেন, '৮ নম্বর ওয়ার্ডে ভেরিফিকেশনের জন্য পুরসভার লোক যাওয়ার কথা ছিল। তা না যাওয়ায় চেয়ারম্যানকে ফোন করি। তিনি ফোন ধরেননি। চেয়ারম্যানের বাড়িতে জানিয়ে আসি। এর বাইরে আর কিছু হয়নি। আক্রমণের কোনও ঘটনা ঘটেনি।'
পাল্টা অভিযোগে সরব তৃণমূল নেত্রী
তৃণমূল নেত্রী ও পুর চেয়ারম্যানের পাল্টা অভিযোগ, বিক্ষোভের নামে হামলা চালানো হয়েছে তাঁর বাড়িতে। মুর্শিদাবাদ পুরসভার তৃণমূল নেত্রী ও চেয়ারপার্সন ললিতা দাস নন্দীর কথায়, 'বিজেপি কাউন্সিলরের নেতৃত্বে আমার বাড়িতে হামলা করা হয়। দেওয়ালে, দরজায় লাথি মেরেছে।'
বিজেপি কাউন্সিলর ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরপ্রধান।






















