TMC: কলকাতার হাসপাতালে মৃত্যু মুর্শিদাবাদে গুলিতে জখম তৃণমূল কর্মীর
নবগ্রামের পাঁচগ্রামের বাসিন্দা রুবেল শেখ ব্লক তৃণমূল সভাপতি এনায়েতুল্লাহর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।
কলকাতা: কলকাতার হাসপাতালে মৃত্যু হল মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামে গুলিতে জখম তৃণমূল (TMC) কর্মীর। মঙ্গলবার রাতে নবগ্রামের বিলবসিয়া এলাকায় পিকনিক চলাকালীন গুলিবিদ্ধ হন মেহবুবশা ওরফে রুবেল শেখ। তৃণমূল কর্মীর বুকে গুলি লাগে। মঙ্গলবার রাতেই নিয়ে আসা হয় সল্টলেকের আমরি হাসপাতালে। সেখানেই গতকাল রাত সোয়া ১২টা নাগাদ তৃণমূল কর্মীর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর কারণ।
নবগ্রামের পাঁচগ্রামের বাসিন্দা রুবেল শেখ ব্লক তৃণমূল সভাপতি এনায়েতুল্লাহর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। গতকালই নবগ্রাম থানায় ডেকে লালবাগের এসপিডিও-র উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূলের ব্লক সভাপতি ও তাঁর ঘনিষ্ঠদের। এই ঘটনায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের কথায় গোষ্ঠীকোন্দলের ইঙ্গিত প্রকট হলেও তৃণমূল কর্মীকে খুনের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে।
গত ২৭ জানুয়ারি ফের মুর্শিদাবাদে চলল গুলি। ডোমকলে গুলিবিদ্ধ হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল অন্য কেউ, ভুলবশত তাঁকে গুলি করে দুষ্কৃতীরা।
৪ দিনে দু-বার! মুর্শিদাবাদে ফের চলল গুলি। এবার, ডোমকলে গুলিবিদ্ধ হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায়, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশে বসে বন্ধুদের সঙ্গে মোবাইল দেখছিলেন পেশায় নির্মাণকর্মী এই যুবক। সেই সময় স্কুটারে করে দুই দুষ্কৃতী এসে খুব কাছ থেকে পরপর দুটি গুলি করে। একটি লক্ষভ্রষ্ট হলেও, একটি গুলি লাগে ওই যুবকের পেটে।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপর তাঁকে কলকাতায় আনা হয়, সেখানেই মৃত্যু হয়েছে ব্যক্তির। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট অন্য কেউ ছিলেন। ভুলবশত এই যুবককে গুলি করে দুষ্কৃতীরা। মঙ্গলবার, মুর্শিদাবাদের রানিনগরের গুলি করা হয়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ও লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাব আলিকে। পরের দিন তাঁর মৃ্ত্যু হয়।
ওই দিনই বোমাবাজির ঘটনা ঘটে নওদায়। আর, তার তিন দিনের মধ্যেই এবার, ডোমকলে গুলিবিদ্ধ হল এক যুবক। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।
আরও পড়ুন: 'সিপিএম ভোট চাইতে এলে ঝেঁটিয়ে বার করুন', গ্রামবাসীদের বিধান দিলেন পুরপ্রধান