Murshidabad News: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে অ্যাম্বুল্যান্স, অল্পের জন্য রক্ষা শিশু-সহ তিন জনের
Murshidabad News: দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্সটি রাজ্য সরকারের ১০২ অ্যাম্বুল্যান্স (West Bengal State 102 Ambulance), প্রসূতি মহিলা এবং সদ্যোজাত শিশুদের পরিষেবা দেওয়ার জন্য যা নির্দিষ্ট ভাবে বরাদ্দ।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : রোগী নিয়ে যাওয়ার সময় ফের দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুল্যান্স (Ambulance Accident)। রোগী সমেত অ্যাম্বুল্যান্স গিয়ে পড়ল পুকুরের জলে। তাতে অল্পের জন্য রক্ষা পেল এক শিশু-সহ তিন জনের প্রাণ। নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মুর্শিদাবাদের (Murshidabad News) হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকার ঘটনা। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এক পরিবার কলকাতা থেকে চিকিৎসক দেখিয়ে ফেরার পথে অ্যাম্বুল্যান্সটি সকলকে নিয়ে উল্টে যায় বলে জানা গিয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্সটি রাজ্য সরকারের ১০২ অ্যাম্বুল্যান্স (West Bengal State 102 Ambulance), প্রসূতি মহিলা এবং সদ্যোজাত শিশুদের পরিষেবা দেওয়ার জন্য যা নির্দিষ্ট ভাবে বরাদ্দ। তাতে চেপে শিশুপুত্রকে কলকাতার চিকিৎসককে দেখিয়ে ফিরছিলেন মারজোম শেখ। তিনি প্রতাপপুরেরই বাসিন্দা।
দুর্ঘটনার সময় শিশু-সহ ওই অ্যাম্বুল্যান্সে তিন জন যাত্রী ছিলেন। সবসুদ্ধই পুকুরে গিয়ে পড়ে সেটি। যাত্রীদের চিৎকারে টনক নড়ে আশেপাশের মানুষদের। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে নিরাপদে সকলকে বার করে আনেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়েই অ্যাম্বুল্যান্সটি পুকুরে গিয়ে পড়ে বলে জানা গিয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে উল্টো অবস্থায় পাড়ের কাছে পড়ে থাকতে দেখা গিয়েছে অ্যাম্বুল্যান্সটিকে।
আরও পড়ুন: Anis Khan Murder: আনিসের মৃত্যু ঘিরে জোরাল রহস্য, পুলিশের পোশাকে কারা এসেছিল ছাত্রনেতার বাড়িতে?
সপ্তাহদুয়েক আগে পূর্ব বর্ধমানের নবাবহাট এাকায় একই ভাবে মাঝ পুকুরে গিয়ে পড়ে একটি গাড়ি। তার সঙ্গে রোগী সমেত একটি অ্যাম্বুল্যান্সের অর্দ্ধেক অংশও পুকুরে নেমে যায়। পাড়ের ঢালে আটকে কোনও রকমে সেটি ঝুলতে থাকে। তাতে প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
সে বার স্থানীয়রা জানান, জাতীয় সড়ক ২-বি ধরে গুসকরার দিক থেকে বর্ধমানের দিকে আসছিল অ্যাম্বুল্যান্সটি (Ambulance)। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ডান দিক চেপে এগিয়ে আসে। তাতেইই নিয়ন্ত্রণ হারায় অ্যাম্বুল্যান্সটি।