Murshidabad News: ডোমকলের রাস্তায় 'চলন্ত খাট' ! দেখুন ভাইরাল ভিডিও
Domkal Viral Bed : ডোমকলের রাস্তায় ভাইরাল 'চলন্ত খাট'! কী জানালেন 'গর্বিত' নবাব ?

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভাইরাল 'চলন্ত খাট' ! ডোমকল মহকুমার বিভিন্ন রাস্তায় দেখা গেল 'চলন্ত খাট'কে। ডোমকলের শম্ভুনগরের বাসিন্দা নবাব শেখ নামে এক যুবক ৮০০ সিসির একটি ইঞ্জিন দিয়ে বানিয়েছেন চলমান খাট।
মুর্শিদাবাদের রাস্তায় দেখা গেল অভূতপূর্ব দৃশ্য, ভিড় রাস্তায় ভাইরাল 'চলন্ত খাট'
রবিবার ছিল ইদ। আর পবিত্র ইদেই মুর্শিদাবাদের রাস্তায় দেখা গেল অভূতপূর্ব দৃশ্য। না কোনও নামী কোম্পানির গাড়ি নয়, নাইবা কোনও মডেল, তবু চলমান একটা জিনিসকে দেখে সবাই ঘাড় ঘুরিয়ে দেখছে। আজ্ঞে হ্যাঁ, এমনটাই ঘটেছে মুর্শিদাবাদে। ভিড় রাস্তায় ছুটে চলেছে প্রমাণ সাইজের খাট। খাটের দুইদিকে রয়েছে দুটি লুকিং গ্লাস। আর গাড়ির জায়গায় পাতা রয়েছে গদি, তোশক, চাদর। ইদের দিন এই চলন্ত খাটের উপর বসে যুবক নবাব নানা পোজ দিয়েছিলেন। আর তারই ছবি এবার ভাইরাল। নবাবের খাটে চড়ে ভিডিও বানানো ভাইরাল হতেই ছড়াচ্ছে নানান গল্প। রাতারাতি হিরো নবাবের চলন্ত খাটের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। কেন বানালেন নবাব এই চলন্ত খাট? শুনে মুচকি হেসে নবাবের স্মার্ট উত্তর, প্রেমিকার ইচ্ছায় বানিয়েছেন এই ছুটন্ত খাট। ইদের দিনে তারই একটা মহড়া দিয়েছিলেন।
বিশ্বজুড়ে বিভিন্ন বিষয়ে ভাইরাল হচ্ছে ভিডিও
ডিজিটালাইজেশনের যুগে, প্রায় প্রতি সেকেণ্ডে বিশ্বজুড়ে বিভিন্ন বিষয়ে ভাইরাল হচ্ছে ভিডিও। এর কোনও নির্দিষ্ট বিষয় নেই। মুহূর্তেই কেউ হচ্ছেন ট্রোলড, কেউবা জগতের শ্রেষ্ঠ আসনে বসার জায়গা পাচ্ছেন। আবার কেউবা ভাইরাল হয়ে, লাইমলাইটে আসার পর হারিয়ে যাচ্ছেন অন্ধকারে। এর অজস্র উদাহরণ রয়েছে। চাকরির বিনিময়ে টাকা নেওয়ার দৃশ্য হোক, কিংবা কুম্ভমেলায় আইআইটি বাবা হোক অথবা রত্নভাণ্ডারের কোনও দৃশ্য, প্রায় হাজার হাজার বিষয় রয়েছে এই ভাইরাল ভিডিও তালিকায়। তবে ঠিক কোন বিষয়টা বেশি মাত্রায় ছড়াবে, এটা বলা মুশকিল। তবে এই ভাইরাল ভিডিও থেকে অনেকেই লাভবাণও হয়েছে। পেয়েছেন আয়ের রাস্তাও। আবার এই ভাইরাল ভিডিও-র জন্য অনেকে লাইমলাইটের শীর্ষে উঠেও মুখ থুবড়ে পড়েছেন নিচে। এনিয়েও রাজ্যে একাধিক উদাহরণ রয়েছে। ভাল-মন্দ সব বিষয়েরই আছে। তবে ভাইরাল ভিডিও যতটা দ্রুত ছড়িয়ে পড়ে, ততটাই দ্রুত আবার হারিয়েও যায়। অর্থাৎ ধারাবাহিকতা এবং পরিবর্তনই সত্য, কোনওকিছুই চিরস্থায়ী নয়।






















