TMC Leader Death : উড়ে এল গুলি-বোমা, মুর্শিদাবাদে খুন তৃণমূল নেতা, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
Murshidabad : নদিয়ার তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী মুর্শিদাবাদে খুন । নওদা থেকে করিমপুরে ফেরার সময় রাস্তা আটকে গুলি, বোমা । বিএড পডুয়া ছেলের সঙ্গে দেখা করে ফেরার সময় হামলা
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : নৈহাটির পর এবার নওদা, পঞ্চায়েত ভোটের আগে ফের খুন। উড়ে এল গুলি-বোমা, মুর্শিদাবাদে দেহরক্ষীর সামনেই নদিয়ার তৃণমূল নেতা খুন মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুনেও উঠল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। দলের নেতার বিরুদ্ধেই হামলার অভিযোগ নদিয়ার তৃণমূল নেতার।
কী অভিযোগ ?
ইটভাটার বখরা নিয়ে বিবাদে খুনের অভিযোগ নদিয়ার তৃণমূল নেতার। দুয়ারে সরকার ক্যাম্প করে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মতিরুল ইসলাম বিশ্বাস। দেহরক্ষীর সামনেই বোমা-গুলি, নওদায় তৃণমূল নেতা খুন। নদিয়ার তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী মুর্শিদাবাদে খুন । নওদা থেকে করিমপুরে ফেরার সময় রাস্তা আটকে গুলি, বোমা । বিএড পডুয়া ছেলের সঙ্গে দেখা করে ফেরার সময় হামলা । বাইক থেকে পড়ে গেলে খুব সামনে থেকে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের রিপোর্টা সামনে আসার পর জানা যাবে, ঠিক কটা গুলি লেগেছিল তাঁর।
থানারপাড়ার নারায়ণপুর ২ নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী খুন। নওদার ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে খুনের অভিযোগ। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই প্রাণঘাতী হামলার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছিলেন নিহত তৃণমূল নেতা। যার জন্যই তাঁর সঙ্গে ছিল সরকারি নিরাপত্তারক্ষী। মিথ্যে অভিযোগ, গিয়ে কথা বলব, পাল্টা দাবি নওদার ব্লক সভাপতির । যে ঘটনার রাজ্যে শাসকদলকে তীব্র সমালোচনা করেছে বিরোধীরা।
এদিকে, নওদায় নেতা খুনের আগে দিন করিমপুরে ভাড়াটে খুনি, নিশানায় আরেক নেতা? করিমপুরের থানারপাড়ার তৃণমূল নেতা খুন, আগের দিন প্রচুর অস্ত্র উদ্ধার থানারপাড়ার রানিবাজার থেকে দেশি বন্দুক-সহ প্রচুর গুলির হদিশ। তৃণমূল নেতা সাজিজুল হককে খুনের ছক বানচাল করার দাবি পুলিশের। ধৃতের সঙ্গে বাংলাদেশ-যোগ আছে বলেও সন্দেহ পুলিশের।
অপরদিকে, উত্তর ২৪ পরগনায় ফের বোমার হদিশ! কাউগাছিতে, ভুয়ো পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে রাখা হয়েছিল তাজা বোমাগুলি। আজ উদ্ধার করে বম্ব স্কোয়াড। ভাড়াটিয়ার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বাশা এলাকায়, একটি বাড়ি থেকে উদ্ধার হল ৬টি তাজা বোমা! সম্প্রতি উত্তর ২৪ পরগনার দুই প্রান্ত, কাঁকিনাড়া ও মিনাখাঁয় বোমা ফেটে মৃত্যু হয় দুই শিশুর। এরপর বোমার খোঁজে লাগাতার তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
আরও পড়ুন- সোনা পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে !