JU Student Protest: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাতভর অবস্থানে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা
দাবি পূরণ না হলে, লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা।
![JU Student Protest: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাতভর অবস্থানে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাতভর অবস্থানে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা JU Student Protest: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাতভর অবস্থানে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/56fe44a128a4296fb6cb6db5da1348591677227050768176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এবার রাতভর অবস্থানে বসল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা। অরবিন্দ ভবনের সামনে গতকাল বিকেল থেকে অবস্থানে বসেন আর্টস, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়য়ারা। ছাত্রদের দাবি, হয় ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা হোক। নয়তো, নির্বাচন কবে হবে এনিয়ে সরকার-বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ ও পড়ুয়াদের ত্রিপাক্ষিক বৈঠক হোক। দাবি পূরণ না হলে, লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা। আগেও একাধিকবার বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে পড়ুয়ারা। দাবি দাওয়া জানিয়ে, স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু মেলেনি সমাধানসূত্র। এরপরই গতকাল বিকেল থেকে আজ সকাল... লাগাতার অবস্থান আন্দোলনের ডাক দিয়েছে পড়ুয়ারা।
এর আগেও একই দাবিতে দফায় দফায় বিক্ষোভ ছড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিছুদিন আগেই ছাত্র সংসদ নির্বাচনের (Student Election) দাবিতে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন একত্র হয়ে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, দ্রুত করাতে হবে ছাত্র সংসদ নির্বাচন। পাশাপাশি তাঁদের প্রশ্ন, সবাই যখন ভোট চাইছেন, তাহলে কোন অদৃশ্য কারণে নির্বাচন হচ্ছে না।
ছাত্রদের কী দাবি ?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়াদের দাবি, তিন বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় জানিয়েছে, তারা নির্বাচনের পক্ষে। প্রকাশ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও দাবি করেছেন, তিনি নির্বাচন চান। আর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তো দীর্ঘদিন ধরে ভোটের দাবি রাখছেনই, তাহলে ঠিক কোন কারণে নির্বাচন হচ্ছে না, সেটাই জানতে চান তাঁরা।
বিক্ষোভ মিছিল করে গিয়ে ইসি-র কাছে ঠিক কোন কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে না, সেটাই তাঁরা জানতে চাইবেন বলেই দাবি জানিয়েছেন পড়ুয়ারা। পাশাপাশি তাঁদের দাবি, নির্দিষ্ট কোনও উত্তর না পেলে তীব্রতা বাড়বে তাঁদের আন্দোলনের। বড়সড় আন্দোলনের পথে তাঁরা হাঁটবেন কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানার পরই তাঁরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পড়ুয়ারা। পাশাপাশি জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদও অবিলম্বে ছাত্র সংসদ ভোটের পক্ষে দাবি জানিয়েছে।
ক্রমাগত চলছে বিক্ষোভ
ছাত্র সংসদের নির্বাচনের দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ধরেই চলছে বিক্ষোভ-আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (West Bengal Governor CV Ananda Bose) উপস্থিতিতে তীব্র বিক্ষোভ দেখিয়ে নির্বাচনের দাবি জানিয়েছিল পড়ুয়ারা। যাতে ছাত্রছাত্রীদের দাবিপূরণের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়, সে বিষয়েও পরামর্শ দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যের রাজ্যপাল। সমস্যা থাকলে সমাধানও আছে, বিক্ষোভকারীদের প্রতিনিধিদের কথা বলে জানান রাজ্যপাল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)