Nabadwip Chaos: মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে আক্রমণ; নবদ্বীপে ধুন্ধুমার
Nadia News: বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়ার নবদ্বীপ মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাহিরচড়া গ্রামে দুদিন ধরে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। টুর্নামেন্টের শেষে উচ্চস্বরে মাইক বাজিয়ে উদযাপন শুরু করেন জয়ীরা। গ্রামবাসীদের একাংশ মাইক বন্ধ করতে বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্রিকেট টুর্নামেন্টে জয়ী যুবকরা। দু'পক্ষের সংঘর্ষ বেধে যায়। বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক। মারমুখী ক্ষিপ্ত জনতার আক্রমণে আক্রান্ত পুলিশও। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। সোমবার সন্ধেয় নবদ্বীপ ব্লকের বাহির চরা উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী। অপরদিকে পুলিশকে আসতে দেখে ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। তাতেই পুলিশের একটি গাড়ির কাঁচ ভাঙে বলে অভিযোগ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাহির চড়া উত্তরপাড়া এলাকায় গত দুদিন ধরে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। স্থানীয়দের অভিযোগ, স্যাঙ্গালে পাড়া চ্যাম্পিয়ন হওয়ায় তারা রীতিমতো মাইক বাজিয়ে গ্রাম জুড়ে আনন্দ করছিল। সেই সময় কিছু গ্রামবাসী গরমের জন্য তাঁদের মাইক বন্ধের আবেদন জানান, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে একদল যুবক। সেই সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ইট ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তাতেই আহত হয় কয়েকজন গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। অভিযোগ ইটের আঘাতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী। পুলিশ কর্মীদের উপর আক্রমণের পাশাপাশি ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ।
এদিকে ১৪ নং জাতীয় সড়কে সিউড়ির নতুনপল্লী মোড়ে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পথ অবরোধ ওঠাতে পুলিশের লাঠি চার্জ করে। মঙ্গলবার সকালে সাইকেল নিয়ে রাস্তা পরাপারেরর সময় নতুনপল্লি মোড়ে ট্রলারের ধাক্কার আহত হন এক দম্পতি। স্থানীয়রা ভাঙচুর চালায় ট্রলারটিতে। আহতদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নতুনপল্লি মোড়ে যান নিয়ন্ত্রণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে অবরোধ ওঠাতে লাঠি চার্জ করে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।.





















