Nabanna Abhijan Chaos: ফের পুলিশের বিরুদ্ধে সরব অভয়ার বাবা, সিপি-কেও ইমেল, পাল্টা কী জানালেন পুলিশ কমিশনার?
Kolkata News: মেয়ের ধর্ষণ-খুনের প্রতিবাদে নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিতে আহত স্ত্রী, শেক্সপিয়র সরণি থানায় ই-মেল করে অভিযোগ দায়ের করলেন RG কর মেডিক্যালের নিহত চিকিৎসকের বাবা।

কলকাতা: নবান্ন অভিযানে আহত অভয়ার মা। সিপি-কে ইমেল করেছেন অভয়ার বাবার। ফের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। FIR দায়ের নিয়ে হেনস্থার শিকারৃ হতে হয়েছে বলেও অভিযোগ করেছেন অভয়ার বাবা।
সন্তানের হত্যাকারীদের শাস্তি চেয়ে শনিবার পথে নেমেছিলেন আর জি কর মেডিক্যাল কলেজে নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। একবছর পরেও মেয়ের বিচার না মেলার অভিযোগ তুলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, কিছুটা পথ এগোতেই মার খেতে হয় সন্তানহারা দম্পতিকে। শনিবার থেকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন নিহত চিকিৎসকের মা। রবিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। মেয়ের ধর্ষণ-খুনের প্রতিবাদে নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিতে আহত স্ত্রী, শেক্সপিয়র সরণি থানায় ই-মেল করে অভিযোগ দায়ের করলেন RG কর মেডিক্যালের নিহত চিকিৎসকের বাবা। তাঁর অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে পুলিশ। মিছিল কিড স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোডের ক্রসিংয়ে পৌঁছলে স্ত্রীর হাত ধরে টানা-হেঁচড়া শুরু করে কয়েকজন পুলিশ। ডানহাতের শাঁখা ভেঙে যায়। পুলিশ স্ত্রীর মাথায় ও পিঠে লাঠি দিয়ে মারে। এই হামলা ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। স্ত্রীকে গুরুতর আঘাত করার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারত। অবিলম্বে FIR দায়ের এবং অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে শেক্সপিয়র থানায় ই-মেল করেন অভয়ার বাবা।
অভয়ার বাবা দাবি করেন, শেক্সপিয়র সরণি থানা জানিয়েছে, এটি তাদের এলাকার ঘটনা নয়, এটা পার্ক স্ট্রিট থানা এলাকার মধ্যে পড়ে। শেক্সপিয়র সরণি থানার তরফে দ্বিতীয় মেলে বলা হয়, এটি নিউ মার্কেট থানা এলাকার মধ্যে পড়ে। একবছরে অবস্থা কিছুই পাল্টায়নি, এত কিছুর পরেও কলকাতা পুলিশ আমাদের বিভ্রান্ত করছে, দাবি অভয়ার বাবার। অভয়ার বাবা বলেন, "প্রথমে শেক্সপিয়র সরণি থানায় ইমেল করতে বলা হয়। শেক্সপিয়র সরণি থানা থেকে আবার পার্ক স্ট্রিট থানায় যোগাযোগ করতে বলা হয়। তারপর আবার নিউ মার্কেট থানায় অভিযোগ করতে বলা হয়।'' অভয়ার বাবাকে পাল্টা ইমেল করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মাও। তিনি উল্লেখ করেছেন, "আপনার অভিযোগ নথিভুক্ত হয়েছে। নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে।''






















