Nadia: বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় ফের স্কুল পড়ুয়ার মৃত্যু
হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পিকআপ ভ্যানের ধাক্কায় চতুর্থ শ্রেণির পড়ুয়ার মৃত্যু ঘিরে ধুন্ধমার। রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

নদিয়া: ফের দুর্ঘটনা, ফের মৃত্যু। নদিয়ার পলাশিপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কা, মৃত্যু বালকের। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল পড়ুয়াকে ধাক্কা বেপরোয়া পিকআপ ভ্যানের। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পিকআপ ভ্যানের ধাক্কায় চতুর্থ শ্রেণির পড়ুয়ার মৃত্যু ঘিরে ধুন্ধমার। রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। বেপরোয়া গতি একের পর এক প্রাণ কাড়ল রাজ্যে।
নিয়ন্ত্রণ হারাল সরকারি বাস: অন্যদিকে আজ সাত সকালে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে সরকারি বাস। বাসের চালক-সহ ৮ যাত্রী আহত হন। সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। লেন পরিবর্তন করে একটি ১২ চাকার ট্রেলার হাওড়ার গাদিয়াড়া থেকে ধর্মতলাগামী সরকারি বাসের সামনে চলে আসে। বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার কাছে ডিভাইডারে ধাক্কা মারেন। বাসের সামনের অংশ ভেঙে তুবড়ে যায়। মিনিট পঁচিশেক পর রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হয়। বাসে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। বাস চালক-সহ ৮ জন আহতকে এসএসকেএমে নিয়ে যায় বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের পুলিশ।
জয়পুর ও বিষ্ণুপুরে পথ দুর্ঘটনা: বাঁকুড়ার জয়পুর ও বিষ্ণুপুরে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। আজ ভোর ৪টে নাগাদ কোতুলপুর থেকে বিষ্ণুপুর । যাওয়ার পথে, ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে উল্টোদিক থেকে আসা । একটি গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক ও আরোহীর। ডাম্পার চালককে আটক করেছে পুলিশ। এর আগে গতকাল রাত ২টো নাগাদ জয়পুরের জঙ্গলে মোটরভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয় বাইক চালকের। আহত আরও ৩ জন। মোটরভ্যানের চালক পলাতক।
বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু: বেহালার ভয়াবহ দুর্ঘটনার পরও টনক নড়েনি রাজ্যে। বেহালার পরদিনই খড়গপুরেও একই ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল পুলিশ অফিসার-সহ ৩ জনের। দুই পুলিশ কর্মী-সহ ৬ জন আহত হয়েছেন। গতকাল রাত ১টা নাগাদ পশ্চিম মেদিনীপুরে খড়গপুর-মকরমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। পেট্রোলিং ডিউটিতে ছিলেন খড়গপুর লোকাল থানার ASI রামানন্দ দে-সহ কয়েকজন পুলিশ কর্মী। বেনাপুরে রেলগেট আটকানো থাকায় তাঁরা গাড়ি থেকে নামেন। সেইসময় বেপরোয়া অডি দ্রুতগতিতে এসে ASI-সহ পুলিশ কর্মীদের ধাক্কা মারে। এরপর সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে একটি দোকানে ঢুকে পড়ে গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক-সহ ৬ জন গুরুতর জখম হন। পরে হাসপাতালে মৃত্যু হয় ASI ও শেখ জাহাঙ্গির ও অভিষেক শ্রীবাস্তব নামে দুই যাত্রীর। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বিশ্বজিৎ






















