Nadia News: হরিণঘাটায় হোটেলের বাথরুম থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ! কী বলছে পরিবার ?
Haringhata News: মৃতার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে হরিণঘাটা থানার পুলিশ।
সুজিত মণ্ডল, হরিণঘাটা (নদিয়া) : হোটেলের বাথরুম থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গেল নদিয়ার হরিণঘাটায়। হরিণঘাটা পুরসভার ৬ নং ওয়ার্ডের লাউপালা রোডে অবস্থিত একটি হোটেলে ঘটনাটি ঘটে। ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে হরিণঘাটা থানার পুলিশ।
গতকাল ওই হোটেলে ছিলেন ওই মহিলা। আজ সকালে হোটেলের বাথরুমে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
তবে এখনও পর্যন্ত পরিবারের তরফে লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
বর্ধমানের হোটেল থেকে মৃতদেহ উদ্ধার !
জুলাই মাসেই গোড়ার দিকে বিবাহ-বর্হিভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে খুন হন একজন গৃহবধূ। এই ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটে বর্ধমান শহরে (Burdwan News)।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান শহরের একটি হোটেল থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। এই ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন তাঁর স্বামী মহম্মদ নজরুল খান। অবশেষে চারদিন পর ঝাড়খণ্ড থেকে তাঁকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃতকে পুলিশ হেফাজতে পাঠান বিচারক।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার বর্ধমান শহরের একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া নেন তাঁরা দুই জনে। এর কিছুক্ষণ পরে হোটেল থেকে বেরিয়ে যান স্বামী। পরে হোটেলের কর্মীরা ঘরে গৃহবধূর মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে খবর দেন বর্ধমান থানার পুলিশকে। হোটেলে জমা দেওয়া পরিচয়পত্র থেকে জানা যায় তাঁরা দু'জনেই বর্ধমানের খাগড়াগড় এলাকার বাসিন্দা। এদিকে এই ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল মৃত মহিলারা স্বামী।
এই ঘটনার তদন্ত নেমে বর্ধমান থানার পুলিশ চারদিন পর ঝাড়খণ্ড থেকে স্বামী মহম্মদ নজরুল খানকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল এক যুবকের। বেশ কয়েকমাস ধরে ওই যুবকের সঙ্গে থাকছিলেন ওই গৃহবধূ। এরপর স্বামীর সঙ্গে হোটেলে আসেন মহিলা। পরে হোটেলের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।