Nadia: চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই
Nadia Financial Fraud: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া থানার জামড়েডাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ ঘোষ ও তাঁর শালা সুব্রত ঘোষ তিন মাস আগে পরিচয় হয় অভিযুক্তদের সঙ্গে।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই। ভাইরাল টাকা নেওয়ার সেই ভিডিও। ধৃতেরা হল কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত চর শম্ভুনগরের বাসিন্দা তারক বিশ্বাস ও বিরেশ বিশ্বাস। এদের পিসতুতো দাদা রুই পুকুর পঞ্চায়েতের প্রধান অনুপ বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া থানার জামড়েডাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ ঘোষ ও তাঁর শালা সুব্রত ঘোষ তিন মাস আগে পরিচয় হয় অভিযুক্তদের সঙ্গে। সেই সময় অভিযুক্তরা তাদেরকে মাথা পিছু আট লক্ষ টাকার বিনিময়ে বনদফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাদের বিশ্বাস করে দাবি মতো দুজনের জন্য ১৬ লক্ষ টাকা দেন তারা। টাকা দেওয়ার ভিডিও মোবাইল বন্দি করে রাখেন তারা। কিন্তু টাকা দেওয়া সত্বেও তাদের চাকরি হয়নি। তাদের ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় এবং ট্রেনিংয়ের নাম করে দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু চাকরি না হওয়ায় তারা টাকা ফেরত চাইলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরেই অভিযুক্তরা চাপড়া থানার পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগের ভিত্তিতে ওই দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অনুব্রতকে লাস্ট ওয়ার্নিং
হুমকি, শাসানি, দুর্নীতি, গ্রেফতার--- এসবের জন্য়ই বারবার শিরোনামে এসেছেন অনুব্রত মণ্ডল। তবে এবার তিনি যে ভাষায় এক পুলিশ অফিসারকে হুমকি দিয়ছেন, তা সব সীমা ছাড়িয়ে গেছে। সম্প্রতি বোলপুর থানার IC-কে ফোনে গালিগালাজ করে, হুমকি দিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। বোলপুর থানার IC লিটন হালদারকে কদর্য ভাষায় হুমকি দেন অনুব্রত মণ্ডল। পুলিশকে কুরুচিকর আক্রমণের পরে এদিন প্রথমবার দলীয় নেতৃত্বের মুখোমুখি হলেন তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি।
২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক সারতে এদিন ভবানীপুরে ডেকেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখানে ডাকা হয়েছিল সমস্ত জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের। বীরভূম জেলার কোর কমিটির সদস্যরাও এই বৈঠকে যোগ দেন। প্রস্তুতি বৈঠকের আগে বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসরা। তৃণমূল সূত্রে খবর, পুলিশকে কদর্যভাষায় আক্রমণ করাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে বিতর্ক শুরু হয়েছে তার জন্য সেখানে দলীয় নেতৃত্বের কাছে ক্ষমা চেয়ে নেন অনুব্রত মণ্ডল।






















