Nadia: মাটি খুঁড়তেই বেরিয়ে এল বিষ্ণু মূর্তি! 'ভগবানের' দর্শন পেতে নদিয়ায় ছুটে আসছেন ভক্তরা
নদিয়ার নাকাশিপাড়া থানার বেজপাড়া গ্রামে গর্ত খুঁড়তে গিয়ে তিনটি বিষ্ণু মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রদ্যোৎ সরকার, নদিয়া: এ যেন সিনেমার গল্প। বাড়ির মধ্যে গর্ত খুঁড়তে উঠে এল ভগবান। ঈশ্বরের আবির্ভাবের খবর চাউর হতেই আশেপাশের এলাকায় হই হই রব। হবে না-ই বা কেন? মাটি ফুঁড়ে যে উঠে এসেছে বিষ্ণু মূর্তি। তাও একটি নয়! তিন তিনটি মূর্তি।
মূর্তি দেখে বোঝা যায় এর প্রাচীনত্ব। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, একসময় এই এলাকা ছিল বর্ধিষ্ণু। সময়কালের হিসেবে অনেকটাই আগের কথা। তখন এই এলাকার নামও আলাদা ছিল। এই মূর্তি সেই সময়ের এমনটাই মনে করছেন অনেকে।
ঠিক কী ঘটেছে?
নদিয়ার নাকাশিপাড়া থানার বেজপাড়া গ্রামে গর্ত খুঁড়তে গিয়ে তিনটি বিষ্ণু মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকার বাসিন্দা পুসি সর্দারের বাড়ি থেকে মূর্তি তিনটি উদ্ধার হয়। জানা গিয়েছে গতকাল বাঁশ পোতার জন্য পুসি সর্দারের বাড়ির লোকজন শাবল দিয়ে গর্ত খুঁড়তে যান। গর্ত খোঁড়ার সময় শাবলের আঘাতে শব্দ হতেই তাদের সন্দেহ হয়। এরপরই তারা ওই জায়গায় কোদাল দিয়ে খুঁড়তে শুরু করেন। তখন তিনটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়।
বর্তমানে ওই বিষ্ণু মূর্তি পুসি সর্দারের বাড়িতেই রয়েছে। এই মূর্তির পুজো অর্চনাও শুরু হয়েছে। মাটি ফুঁড়ে দেবতা বেরনোর খবর ছড়িয়ে পড়তে একাধিক এলাকা থেকে ভিড় জমতে শুরু করেছে পুসি সর্দারের বাড়িতে।
আরও পড়ুন, 'শান্তনুর ফোন সোনার খনি', নাম দেখলে চমকে যাবে বাংলা! বিস্ফোরক তথ্য জানাল ইডি
তবে বিষয়টি কেবল ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। তৃণমূল নেতাদের দাবি মূর্তি গুলোর সঠিক মূল্যায়ন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। অথবা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হোক। বিজেপির দাবি অবিলম্বে মূর্তি গুলো ওখানে থাকে সরানো হোক না হলে তৃণমূল নেতারা চুরি করে খেয়ে নেবে।