Nadia News: বেঁচে গেল প্রায় ২০০ পাখি, পাচারের ছক ভেস্তে দিল BSF
BSF rescue Birds: পাখি পাচারের ছক বানচাল করল বিএসএফ, তেহট্টের বেতাই লালবাজার সীমান্ত থেকে প্রায় ২০০ টি পাখি উদ্ধার করল বিএসএফের ৮৪ নং ব্যাটেলিয়ান।
প্রদ্যোৎ সরকার, নদিয়া: পাখি পাচারের (Bird) ছক বানচাল করল বিএসএফ (BSF)। তেহট্টের বেতাই লালবাজার সীমান্ত থেকে প্রায় ২০০ টি পাখি উদ্ধার করল বিএসএফের ৮৪ নং ব্যাটেলিয়ান।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে তেহট্টের বেতাই লালবাজার সীমান্তে স্পেশাল পেট্রোলিং-এর ব্যবস্থা করা হয়। সেই সময় পাচারকারীদের দেখতে পেলে চ্যালেঞ্জ করেন কর্তব্যরত সেনা জওয়ানরা। যদিও অন্ধকার এবং ঝোপঝাড়ের সাহায্য নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। তবে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি খাচায় ভর্তি পাখি উদ্ধার হয়। প্রায় ২০০ টি পাখি রয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে বিএসএফ আধিকারিক। একই মাসে পরপর চারবার পাখি উদ্ধারের ঘটনা ঘটনাই তৎপর বিএসএফ জোয়ানরা। দ্রুত পাচারকারীকে ধরার চেষ্টা চালাচ্ছেন বলে জানান তারা।
গত বছর মে মাসে কল্যাণী (Kalyani) থেকে উদ্ধার করা হয়েছিল ৫০ লক্ষ টাকা মূল্যের ১৩৮টি বিদেশী পাখি। এসটিএফ, কল্যাণী থানা এবং বন দফতরের মিলিত অভিযানে নদিয়ার (Nadia) কল্যাণী থানার কল্যাণী বি ব্লক থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে বিদেশী পাখি (Bird)। উদ্ধার হওয়া পাখিগুলিকে পাঠানো হয়েছিল বন দফতরে। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছিল এক যুবককে।
পুলিশ সূত্রে খবর আসে, নদিয়ার কল্যাণী থানার কল্যাণী বি ব্লকে বাড়ি ভাড়া নিয়ে চোরাপথে বাংলাদেশ ও অন্যান্য জায়গা থেকে বিদেশী পাখি নিয়ে এসে ব্যবসা করতেন সৌমেন বিশ্বাস নামে এক যুবক। এই খবর পেতেই এসটিএফ এবং বন দফতরের কর্মীদের সঙ্গে মিলিত অভিযান চালিয়েছিল কল্যাণী থানার পুলিশ। ধৃত যুবকের বাড়িতে হানা দেন তাঁরা। গোপন সূত্র কাজে লেগে যায়। সেখান থেকে ১৩৮টি বিরল প্রজাতির বিদেশী পাখি উদ্ধার হয়। উদ্ধার হওয়া পাখিগুলিকে বন দফতরের কাছে পাঠানো হয়। জানা যায়, বাজেয়াপ্ত করা বিদেশী পাখিগুলির মূল্য ৫০ লক্ষ টাকারও বেশি।
আরও পড়ুন, 'বকেয়া বেতন' না পাওয়ার জের, পৌরপ্রধানের টেবিল চাপড়ালেন অস্থায়ী কর্মী
তবে এখানেই শেষ নয়, শুধু পাখি নয়, পাচারের তালিকায় দীর্ঘ সময়ের সাক্ষী কচ্ছপেরাও রয়েছে। প্রায় সাড়ে পাঁচশো বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছিল সেবার সীমান্ত থেকে। ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের চারঘাট এলাকা থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে কচ্ছপ। ঘটনায় গ্রেফতার করা হয়েছিল দুই পাচারকারীকে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ভিনরাজ্য থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয় ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের চারঘাট এলাকা থেকে। এই ঘটনার গ্রেফতার হয়েছিলেন দুই পাচারকারী।