Nadia News: রাস্তা মেরামতের দাবি, রানাঘাটে অবরোধ গ্রামবাসীদের
Road Blockade: মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। রাস্তা সারাইয়ের দাবিতে গতকাল স্বাধীনতা দিবসে সকাল ১১টা থেকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় অবরোধ।
সুজিত মণ্ডল, রানাঘাট: রাস্তা মেরামতের দাবিতে ২৪ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। নদিয়ার (Nadia) রানাঘাট ২ নম্বর ব্লকের মাঝেরগ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর বাগানপাড়ার ঘটনা।
রাস্তা মেরামতের দাবি: গ্রামবাসীদের অভিযোগ, মাঝেরগ্রাম থেকে বালিয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা বেহাল। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। রাস্তা সারাইয়ের দাবিতে গতকাল স্বাধীনতা দিবসে সকাল ১১টা থেকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় অবরোধ। প্রশাসনের তরফে এখনও কারও দেখা মেলেনি। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের সাফাই, সদ্য নির্বাচিত হয়েছি। এটা জেলা পরিষদের রাস্তা, এ নিয়ে প্রধানকে জানাব। পঞ্চায়েত সদস্য কৃষ্ণা বিশ্বাস ঘোষ বলেন, "আমিও এই গ্রামেরই বাসিন্দা। আমি সদ্য নির্বাচিত হয়েছি। অসুবিধায় আমাদেরকেও পড়তে হচ্ছে। রাস্তা সংস্কারের বিষয়ে আমি জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধানকেও জানাবো। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে।''
সেতু মেরামতে বন্ধ রাস্তা: এদিকে ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে পশ্চিম মেদিনীপুরের বীরেন্দ্র শাসমল সেতু। জানাল পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলা প্রশাসন। মেদিনীপুর ও খড়্গপুর শহরের অন্যতম সংযোগস্থল তথা ৬০ নং জাতীয় সড়কের উপর এই সেতু। একমাত্র আপৎকালীন পরিষেবার ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১৭ই অগাস্ট রাত ১১ টা থেকে ২১ অগাস্ট রাত ১১ট পর্যন্ত বন্ধ থাকবে সেতু। বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, শুধু অ্যাম্বুলেন্স এবং এমার্জেন্সি গাড়ির ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। পাশাপাশি বেশ সেতুর বিভিন্ন প্রান্তে ডাইভারসান পয়েন্ট করা হয়েছে। যেখানে ২৪*৭ পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এই ঘটনা নিতে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর। বিজেপির দাবি, সেতু সমস্যার স্থায়ী সমাধান না করে এভাবে দুর্ভোগে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে, তৃণমূলের দাবি সেতুটি জাতীয় সড়কের উপর, তাই কেন্দ্রের এটি করার কথা থাকলেও তারা সেভাবে দ্রুত এগিয়ে না আসাতেই এই দুর্ভোগ।
আরও পড়ুন: Purulia News: চাষের জমিতে কাজ করতে গিয়ে বিপত্তি, বজ্রপাতে আহত এক