Nadia News: 'প্রয়োজনে আদালতে যাব, CBI তদন্ত চাইব..', দৃঢ়কণ্ঠে বললেন তামান্নার মা-বাবা
Kaliganj Tamanna Murder Case: তামান্নার সঙ্গে আজই শেষ দেখা, সন্তানকে চিরবিদায় জানিয়ে কী প্রতিক্রিয়া মা-বাবার ?

নদিয়া: গতকাল কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোঁড়া বোমায় চতুর্থ শ্রেণির ছাত্রীর মত্যু হয় বলে গুরুতর অভিযোগ ওঠে। ইতিমধ্য়েই ময়নাতদন্তের পর কালীগঞ্জ ফিরেছে ছোট্ট তামান্নার নিথর দেহ। আজই শেষকৃত্য। কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা। দ্রুত বিচারের দাবি জানিয়েছেন শিশু কন্যার মা। এদিন তিনি এবিপি আনন্দ-কে জানিয়েছেন, 'প্রয়োজনে আদালতে যাব, CBI চাইব'
আরও পড়ুন, গোঘাটে তৃণমূল কর্মীকে 'গুলি করে খুনে' দোষী সাব্যস্ত ১৯, ফাঁসির নির্দেশ ১ জনকে
এদিন তামান্নার মা বলেন, 'পুলিশকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে ওরা ব্যবস্থা করবে। যদি পুলিশে না ব্যবস্থা কর, অন্যকিছু যা ব্যবস্থা আছে, তাই করব। যদি এখানে আমি না বিচার পাই, আমি আদালতে যাব। আমি যেখানে বিচার পাব, আমি সেখানেই যাব। পুলিশের তদন্তে বলছেন ভরসা হচ্ছে না, তাহলে সিবিআই তদন্ত চাইছেন ? এবিপি আনন্দ-র প্রশ্নের উত্তরে, তামান্নার মা জানিয়েছেন, সিবিআই আসুক। সিবিআই তদন্ত করুক। এসে আমার সন্তানের ন্যায্য বিচার করে দিক।' মৃত শিশুকন্যার বাবা বলেন, আমার যা যেখানে আছে, সব চলে যাক, তাও ভাল, ..এত ভাল মেয়ে..' বিচারের দাবি জানিয়ে, কান্নায় ভেঙে পড়েন বাবাও।
রক্তাক্ত কালীগঞ্জ, বিজয় উল্লাসের বোমাবাজি প্রাণ কাড়ল ৯ বছরের বালিকার। অভিযোগ, টার্গেট করে সিপিএম সমর্থকদের বাড়ির দিকে ছোড়া হয় বোমা। আতঙ্কে যখন বাসিন্দারা পালাচ্ছিলেন, সেই সময় তাঁদের লক্ষ্য় করেও বোমা ছোড়া হয় বলে দাবি। ঘটনায় কৃষ্ণনগরের পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় FIR দায়ের হয়ে, তদন্ত শুরু হয়েছে।
একটা মাত্র বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার ফল ঘোষণার দিনও আটকানো গেল না প্রাণহানি।বিজয় উল্লাসের বোমা কাড়ল ৯ বছরের ফুটফুটে বালিকার প্রাণ।অভিযোগ, টার্গেট করে সিপিএম সমর্থকদের বাড়ির দিকে ছোড়া হয় বোমা। আপনার বাড়িতে যে বোমা চার্জ করেছিল, সেটা কোনও বিজয় উৎসবের বোমা ছিল না, তার মানে? মারার জন্য়ই? এবিপি আনন্দ -এর প্রশ্নের উত্তরে মোলান্ডির গ্রামবাসী মহসিন শেখ বলেন, মারার জন্য়ই। আমরা কাবিলের গাড়িতে ঘুরেছি বলে, তাইতে আমাদের ওপর আক্রমণ। স্থানীয়দের দাবি, বাড়িতে বোমা পড়ার পর, আতঙ্কে যখন বাসিন্দারা পালাচ্ছিলেন, সেই সময় তাঁদের লক্ষ্য় করেও বোমা ছোড়া হয়।


















