Kaliganj News: আতঙ্কে উড়েছে ঘুম, প্রাণসংশয়ের আশঙ্কা কালীগঞ্জের তামান্নার পরিবারের
Kaliganj By Poll Chaos: সোমবার, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন, তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমাতেই তামান্না খুন হয়েছে বলে অভিযোগ পরিবারের।

আবির দত্ত, নদিয়া: কালীগঞ্জে (Kaliganj By Poll Chaos) বোমার আঘাতে বালিকার মৃত্য়ুর ঘটনায়, FIR-এ ২৪ জনের নাম রয়েছে। কিন্তু, সেই তালিকায় থাকা উনিশ জন এখনও অধরা। এই প্রেক্ষিতে মারাত্মক অভিযোগ করছেন নিহতর মা-বাবা। অভিযোগ, তাঁদের ভয় দেখানো হচ্ছে। মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে। প্রাণভয়ে রাতে ঘুমোতে পারছেন না তাঁরা। অবিলম্বে বাকিদের গ্রেফতারির দাবি জানিয়েছেন সন্তানহারা মা-বাবা।
তৃণমূলের বিজয়োল্লাস কোলের সন্তানকে কেড়ে নিয়েছে বলে অভিযোগ। এবার প্রাণ সংশয়ে ভুগছেন কালীগঞ্জের নিহত ছাত্রীর মা। সোমবার, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন, তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমাতেই তামান্না খুন হয়েছে বলে অভিযোগ পরিবারের। তাঁদের দাবি, সিপিএম বলেই টার্গেট করে হামলা করা হয়েছে। ঘটনার পর, ৪ দিন পেরেতো চলল। কিন্তু, এখনও FIR-এ নাম থাকা ২৪ জনের মধ্য়ে গ্রেফতার হয়েছেন মাত্র ৫ জন। অভিযোগ, যারা বাইরে রয়েছে, সেই অভিযুক্তরা হুমকি দিচ্ছে নিহত বালিকার পরিবারকে। নিহত বালিকার মা সাবিনা ইয়াসমিন শেখ বলেন, "আমার তামান্না চলে গেছে। তামান্নার আব্বু, তামান্নার চাচা, কাকা, দাদা, তামান্নার এত স্বজন সবাইকে রেখে গেছে। আমার মনে হচ্ছে ওদেরকে মেরে দেবে। সারা রাত জেগে বসে আছি উঠানে। ওখানে চৌকি পাতা আছে, সবাইকে বলছি ওখানে বসে থেকো। কেউ ঘুমাবে না। কেউ কোথাও যাবে না।'' নিহত বালিকার বাবা হোসেন শেখের অভিযোগ, "আমরা আশঙ্কায় আছি, কালকে রাত্রিবেলা, কালকে মোবাইলে দেখি কত গালিগালাজ করছে। মেয়েকে মেরেছি, এবার ওকে মারব। এরকম কথা।''
মেয়েকে হারিয়েছেন। তারওপর এখন প্রাণভয়। কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না তামান্নার মা-বাবা। পুলিশের ওপর আস্থা নেই, এই পরিস্থিতিতে আদালতে যাওয়ার সিদ্ধান্তে অনড় সন্তানহারা মা-বাবা। অনড় রয়েছেন CBI তদন্তের দাবিতেও। নিহত বালিকার মা সাবিনা ইয়াসমিন শেখ বলেন, "আদালতে গিয়ে আমি বলব। আমি জানাব যে, সুরক্ষাটাই তো হচ্ছে না। আমি যে বাইরে যাব, সেটুকু হচ্ছে না। মনে হচ্ছে যেন, বাইরে যাব, মেরে দেবে। আমার সঙ্গে তো আমার আত্মীয় স্বজন থাকবে, তাদেরকে মেরে দেবে। ভয়ে আমার রাতদিন কাটছে। পুলিশ ধরছে না। পুলিশের গাফিলতিতে তামান্না শহিদ হয়েছে। পুলিশের গাফিলতিতে আবার হাজার তামান্নাকে শহিদ করার জন্য় ওই পুলিশ দায়ী থাকবে। ওই মমতা দায়ী থাকবে।''






















