Nadia News: সাপে কাটা বালককে মৃত ঘোষণা চিকিৎসকের, এরপর 'শিশু বেঁচে আছে' বলে গুজব ছড়াতেই যা হল নদিয়ায় !
Nadia Snake Bite Child Death Controversy : বালকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে !

প্রদ্যোৎ সরকার,নদিয়া : বালকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে। সাপে কামড়ানো বালককে চিকিৎসক মৃত বলে ঘোষণা করলেও, বেঁচে থাকার গুজব রটতেই হাতের বাইরে চলে গেল পরিস্থিতি।
প্রথমে সাপে কাটা বালককে মৃত ঘোষণা চিকিৎসকের, এরপর দফায় দফায় ছড়াল তার বেঁচে থাকার গুজব। যার জেরে হাসপাতালে ভাঙচুর চালাল মৃতের আত্মীয় পরিজনরা। এমনকী, ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় দেহ নিয়ে চম্পট দিলেন পরিজনরা!বালকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার রাতে তেহট্টের বাসিন্দা এক বালককে সাপে কামরায়।
ভোরবেলা তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মর্গে দেহ নিয়ে যাওয়ার পর সেই বালক বেঁচে আছে বলে গুজব ছড়িয়ে পড়ে। মৃতদেহটি মর্গ থেকে বের করে ফের পরীক্ষাও করেন চিকিৎসক। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর সময় ফের গুজব ছড়ায় বালক বেঁচে আছে। এরপরই হাসপাতালে ভাঙচুর শুরু করেন মৃত শিশুর পরিজনরা। মৃতের আত্মীয় চম্পা ঘোষ বলেন, বেঁচে ছিল। যখন অন্য নার্সিংহোমে নিয়ে যেতে যাই যেতে দেয়নি। পরিস্থিতি সামাল দিতে সেখানে যায় পুলিশবাহিনী।
কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ বলেন, কিছু আনরুলিং মব টাইপের কিছু বুঝতে চাইছিল না। পোস্ট মর্টেমের যে প্রসিডিওর আমাদের থাকে সেটা বুঝতে না চাওয়ার জন্য তারা উত্তেজিত হয়েছিল। প্রাথমিকভাবে আমাদের কাছে খবর আসছে যে ওরা ওঝার কাছে নিয়ে যাওয়ার জন্য বারবার জোর করছিল। ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।






















