Weather Update: রাজ্যের ১৫ জেলায় কমলা-হলুদ সতর্কতা, পড়বে বাজ, ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা এই জেলাগুলিতে ! দুর্যোগ থামবে কবে ?
West Bengal Weather Update : সপ্তাহান্তে কেমন আবহাওয়া থাকবে রাজ্যে ? জানাল IMD

কলকাতা: রাজ্যের ১৫ জেলায় সতর্কতা জারি করল হাওয়া অফিস। এরমধ্যে অধিকাংশ জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। বাকি দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস। দু-একটি জায়গায় অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন, কাফ সিরাপ খেয়ে ১১ শিশুমৃত্যুর অভিযোগ ! এবার অ্যাডভাইসরি জারি কেন্দ্রের, কী কী পরামর্শ ?
মায়ের বিদায় বেলায়, দশমীর পর একাদশীতেও রাজ্য জুড়ে কার্যত দুর্যোগ পরিস্থিতি দেখা গেল। এরই মধ্যে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে, উত্তরবঙ্গে, দ্বাদশীর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ইতিমধ্যেই, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে। যদিও রবিবারের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।আকাশের মুখ ভার। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। দশমীর পর একাদশীতেও রাজ্য়জুড়ে দেখা গেল এই ছবি।
তবে এরই মধ্যে, দশমীর অতিগভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। রবিবারে আরও দুর্যোগ-মুক্ত হবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর আরও জানিয়েছে,দ্বাদশীর দিন থেকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে।ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও।কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহারের বেশ কিছু জায়গায়।
গতকাল কয়েক সেকেন্ডের ঝড়ে কার্যত লন্ডভন্ড অবস্থা হয়ে পড়ে সন্দেশখালির ২টি গ্রামের। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। গত সপ্তাহেই কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভেসে গেছিল কলকাতা। এরইমধ্য়ে পুজোর শেষ লগ্নে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি, এই পরিস্থিতিতে তৎপর কলকাতা পুরসভা। পাম্পিং স্টেশনগুলোতে চলছে নজরদারি। কয়েক সেকেন্ডের ঝড় তাতে লন্ডভন্ড হয়ে গেল উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ২টি গ্রাম, দশমীর দুপুরে তছনছ হয়ে গেল পাথরঘাটা, হুলোপাড়ার বেশ কয়েকটি বাড়ি, অধিকাংশ বাড়ির ছাদ উড়ে গেছে..আহত হয়েছেন ৬ জন।
পুজোর ঠিক এক সপ্তাহ আগে, মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভেসে গেছিল কলকাতা। শহরতলির বিস্তীর্ণ এলাকা কার্যত জলবন্দি হয়ে পড়ে। জমা জলে, বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান একের পর এক সহ-নাগরিক। এরই মধ্য়ে এসেছে প্রাণের পুজো..কিন্তু পুজোর শেষ লগ্নে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি। দশমীতে কলকাতা ও শহরতলি এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। এই অবস্থায়, যখন ফের আশঙ্কার মেঘ দেখছেন শহরবাসী।






















