Nadia News: ফের উড়ল লাল নিশান, সমবায় সমিতিতে অক্ষত রইল বাম দুর্গ
West Bengal News: নদিয়ার তেহট্টে, মৃগী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে অক্ষত রইল বাম দুর্গ।৬২টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়ী হলেন বাম সমর্থিত প্রার্থীরা।
প্রদ্যোৎ সরকার, কলকাতা: নদিয়ার তেহট্টে আবার উড়ল লাল নিশান। মৃগী সমবায় সমিতিতে অক্ষত রইল বাম দুর্গ। ৬২টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়ী হলেন বাম সমর্থিত প্রার্থীরা। ১২টি আসন পেয়েছে বিজেপি। প্রার্থী দেয়নি তৃণমূল। আর এই পরাজয়কে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীকোন্দল। সমবায় ভোটে হারের জন্য নাম না করে দলেরই নেত্রী টিনা সাহা ভৌমিককেই দায়ী করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। পঞ্চায়েত ভোটের আগে থেকে টিনা-তাপসের কোন্দলেই খারাপ ফল, দাবি তৃণমূল জেলা পরিষদ সদস্যের। এই পরিস্থিতিতে মৃগী সমবায় কৃষি উন্নয়ন সমিতি পুনর্দখলের পর সিপিএমের কটাক্ষ, হার নিশ্চিত জেনেই প্রার্থী দেয়নি তৃণমূল। যদিও বিজেপির দাবি, বিরোধী জোট INDIA-র সমর্থনে শাসকদল প্রার্থী দেয়নি।
আবার উড়ল লাল নিশান: নদিয়ার তেহট্টে, মৃগী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে অক্ষত রইল বাম দুর্গ।৬২টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়ী হলেন বাম সমর্থিত প্রার্থীরা। ১২টি আসনে জিতলেন বিজেপির সমর্থিত প্রার্থীরা। জেলা সিপিএমের সদস্য মানস মণ্ডল বলেন, “বামেদের জয়, সেটা উৎসর্গ করছি, যারা চেয়েছিল দুর্নীতিমুক্ত সমবায় গড়া, ভারতের এই সময়ে যে বড় বিপদ, সেখানে সমবায় যাতে ভালভাবে চলে, সেদিকে লক্ষ্য রাখব।’’
চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনে, (Panchayat Election) তেহট্ট ১ নম্বর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে, বিজেপি ৬, সিপিএম ৪ এবং একটিতে জেতে নির্দল। দলবদলের জেরে পরে সেটি তৃণমূল দখল করে। এবার মৃগী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও নিজেদের অস্তিত্বের প্রমাণ দিল গেরুয়া শিবির। পঞ্চায়েত নির্বাচনে তেহট্টের এই ব্লকে, শোচনীয় ফল হয়েছিল তৃণমূলের। তাৎপর্যপূর্ণভাবে, মৃগী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে প্রার্থী দেয়নি রাজ্যের শাসকদল।
তৃণমূল সূত্রে খবর, বকলমে এই এলাকার সংগঠন দেখেন জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিক। সমবায় সমিতির ফল ঘোষণার পর, সামনে চলে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। পঞ্চায়েত ভোটে খারাপ ফলের কারণে, সমবায় সমিতিতে প্রার্থী দেওয়া হয়নি। একথা জানিয়েও, ফের নাম না করে টিনা সাহা ভৌমিককে নিশানা করলেন, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তিনি বলেন, “এটা আমাদের দলের মধ্যে এক ভদ্রমহিলা আছেন, তিনি নারায়ণপুর, নন্দনপুর থেকে জেলা পরিষদে জিতেছেন, তিনি অনেক বড়বড় কথা বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে, আর মৃগী সমবায় সমিতির ভোটাররা ৯০ শতাংশ বাম, সেখানে লড়ে শোচনীয় পরাজয়, একটা পরাজয় কাটিয়ে উঠলাম, আবার একটা পরাজয়ের মুখে যাব, তাই প্রার্থী দিইনি।’’ যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি টিনা সাহা ভৌমিক।
আরও পড়ুন: South 24 Parganas: কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, মন্দিরবাজারের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত