Nadia News: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাজার খোলা নিয়ে বিধিনিষেধ জারি নদীয়ার গয়েশপুরে
Nadia News Update: তৃতীয় ঢেউয়ের (Third Wave) ধাক্কায় একদিনে রেকর্ড মৃত্যু রাজ্যে (West Bengal)। লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ রোগীর (Active Case) সংখ্যা। উদ্বেগজনক পরিস্থিতি নদিয়া (Nadia) জেলাতেও।
সুজিত মণ্ডল, নদীয়া: করোনা (Corona) সংক্রমণ ঠেকাতে দোকান, বাজার খোলা নিয়ে বিধিনিষেধ জারি করল নদিয়ার (Nadia) গয়েশপুর পুরসভা (Gayeshpur Municipality)। গতকাল এ নিয়ে বৈঠকে বসে পুর কর্তৃপক্ষ। পুরসভার তরফে জানানো হয়, আগামী ১৫ দিন পুর এলাকার ৬টি বাজার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত একবেলা খোলা থাকবে।
তৃতীয় ঢেউয়ের (Third Wave) ধাক্কায় একদিনে রেকর্ড মৃত্যু রাজ্যে (West Bengal)। লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ রোগীর (Active Case) সংখ্যা। উদ্বেগজনক পরিস্থিতি নদিয়া (Nadia) জেলাতেও। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এবার পদক্ষেপ করল নদিয়ার গয়েশপুর পুরসভা। বাজার এলাকাগুলিতে জারি করা হল বিধিনিষেধ। পুরসভা জানিয়েছে, রবিবার (Sunday) থেকে আগামী ১৫ দিন পুর এলাকার ৬টি বাজার একবেলা বন্ধ থাকবে। এই ক’টা দিন সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বাজার (Market)।
পুরসভার এই নির্দেশিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এলাকাবাসী ও বিক্রেতাদের মধ্যে। গয়েশপুর এলাকার বাসিন্দা গোপাল দাস বলেন, “এই নিয়মে আরও রোগ ছড়াবে, এটা কেন করা হল বুঝতে পারছি না।’’ গয়েশপুর বাজারের (Gayeshpur Market) বিক্রেতা সুখেন্দু বিশ্বাস বলেন, “যা নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী করা হবে।’’
অন্যদিকে মারণ রোগের সংক্রমণ ছড়াচ্ছে মালদাতেও (Malda)। অবস্থা বেগতিক দেখে বারবার মানুষকে সচেতন করছেন চিকিৎসকরা (Doctors)। তা সত্ত্বেও মালদার ইংরেজবাজারে (English Bazar) বিভিন্ন জায়গায় টনক নড়েনি একশ্রেণির মানুষের। মাস্ক (Mask) ছাড়াই অবলীলায় ঘুরছেন তাঁরা। এই প্রেক্ষিতে এদিন সকালে বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স (Malda Merchant Chamber of Commerce)। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, “সচেতনতামূলক প্রচারের পাশাপাশি দোকানে দোকানে লাগিয়ে দেওয়া হয় নো মাস্ক, নো সেল পোস্টারও।’’
আরও পড়ুন: Coochbehar : প্রেমিকের খোঁজে সীমান্ত পেরিয়ে ভারতে, অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি তরুণী