Nadia News: এবার নদিয়ার ধুবুলিয়াতে অসমের NRC নোটিস! চিন্তায় সঞ্জু শেখ ও আরশাদ শেখের পরিবার
Nadia NRC Notice: এবার নদিয়ার ধুবুলিয়াতে অসমের NRC নোটিস! কী প্রতিক্রিয়া ধুবুলিয়ার বাসিন্দা সঞ্জু শেখ ও আরশাদ শেখের?

নদিয়া: এবার নদিয়ার ধুবুলিয়াতে অসমের NRC নোটিস! ৩ তারিখ NRC নোটিস আসে সোনাডাঙা মাঝের পাড়া এলাকায়। NRC নোটিস পেয়ে চিন্তায় সঞ্জু শেখ ও আরশাদ শেখের পরিবার। '১৫ বছর আগে অসমে মার্বেলের কাজে গিয়েছিলাম। ১ মাস কাজ করে বাড়ি ফিরে আসি। আমরা নদিয়ার বাসিন্দা, অসমের কোনও নথি নেই আমাদের কাছে', নোটিস পেয়ে প্রতিক্রিয়া ধুবুলিয়ার বাসিন্দা সঞ্জু শেখ ও আরশাদ শেখের।
আরও পড়ুন, একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না, ভুল হলে দায় বর্তাবে BLO-দের ওপর, কড়া বার্তা কমিশনের
'এটা SIR নয় এটা NRC করার চক্রান্ত চলছে..', আগামী সপ্তাহে এরাজ্য়ে শুরু হতে পারে SIR
আগামী সপ্তাহে এরাজ্য়ে শুরু হতে পারে SIR... তার আগেই এনিয়ে উত্তপ্ত রাজ্য় রাজনীতি। বৃহস্পতিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় অভিযোগ করেন, NRC করার চক্রান্ত চলছে। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন মুখ্য়মন্ত্রী। অন্য়দিকে, শুভেন্দু অধিকারীও সুর চড়িয়ে বলেন, আমরা আশা করব নির্বাচন কমিশন চ্য়ালেঞ্জগুলো অতিক্রম করবে। প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, SIR সামনের সপ্তাহে হতে চলেছে। এবারে তৃণমূল কংগ্রেসের সমস্ত জারিজুরি শেষ হয়ে যাবে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, এটা SIR নয় এটা NRC করার চক্রান্ত চলছে।'
২৩ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে
২৩ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই তা শুরু হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। আর শুরুর আগেই তপ্ত পরিবেশ। লড়াইয়ের ময়দানে তৃণমূল-বিজেপি।হুঙ্কার-হুঁশিয়ারি শুরু হয়েছে দু তরফ থেকেই।ফের একবার অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনও একটা দলের মিটিংয়ে কিছু নির্দেশ দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওঁরা বাদ দেবার কে? আজকে ওঁরা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন।
উত্তপ্ত রাজ্য় রাজনীতি
এখন প্রশ্ন হচ্ছে, এসআইআর শুরু হওয়ার আগেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে শুরু হওয়ার পর কী হতে পারে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে বিজেপিকেও আমি আবেদন করব। আগুন নিয়ে খেলবেন না। নিজেদের আগে নিয়ন্ত্রণ করুন। সব মিলিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর আগেই, তা নিয়ে তর্কযুদ্ধে উত্তপ্ত রাজ্য় রাজনীতি। আগামী দিনে কী অপেক্ষা করে আছে, সেটাই দেখার।























